দেশে করোনা (Corona) সংক্রমণের হার ফের ঊর্ধ্বমুখী। দিনের পর দিন কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬ হাজারের গন্ডি পেরিয়েছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে নতুন গাইডলাইন প্রকাশ করে বলা হয়েছে, কোনও ব্যাকটেরিয়াল ইনফেকশন ছাড়া অযথা অ্যান্টিবায়োটিক (Antibiotic) খাওয়া উচিত নয়। এতে শরীরের বেশি ক্ষতি করতে পারে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইনে বলা হয়েছে, করোনা সংক্রমণ বৃদ্ধির আবহে কথায় কথায় মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে চলবে না। ব্যাকটেরিয়াজাত সংক্রমণের সম্ভাবনা আছে বলে যদি চিকিৎসক মনে করেন, তবেই রোগীকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দিতে পারেন তিনি। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কোভিডের পাশাপাশি অন্য রোগও রোগীর শরীরে বাসা বাঁধছে। সে ক্ষেত্রে স্টেরয়েডের ব্যবহার কম করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Rahul Gandhi: সাংসদপদ বাতিল হওয়ার পর রাহুলের টুইটার বায়োতে চমক
সংক্রমণের হার বৃদ্ধি পেলেও কোভিডের কারণে এ বার অবশ্য ঘন ঘন হাসপাতালে ছুটতে হচ্ছে না। ভাইরাসের প্রভাব রোগীর শরীরে অনেকটাই কম। মৃত্যুর সংখ্যাও হ্রাস পেয়েছে। তবে দৈনিক আক্রান্তের গ্রাফ গত কয়েক সপ্তাহে লাগাতার ঊর্ধ্বমুখী। সরকারের পরিসংখ্যান অনুযায়ী, শনিবার দেশে মোট করোনা আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯৯৪ জন। অর্থাৎ, আক্রান্তের সংখ্যা ছিল প্রায় তিন হাজার। এর আগে অবশ্য শুক্রবারই আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছিল। এ ছাড়া, শেষ ২৪ ঘণ্টায় দেশে করোনার কারণে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতেরা কেরল, কর্নাটক, দিল্লি, পঞ্জাব এবং গুজরাতের বাসিন্দা।
স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ৩৫৪ জন।
আরও পড়ুন: LPG Cylinder: দাম কমল এলপিজি-র, কলকাতায় কত হল গ্যাসের দাম?