covid vaccination of 12 to 14 years age children to begin from 16 march

বুধবার থেকে ১২-১৪-র কিশোরদের Covid Vaccine, ঘোষণা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

এবার টিকাকরণ হবে ১২ থেকে ১৪ বছর বয়সিদের। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয় এই ঘোষণা করেছেন। মনসুখ জানিয়েছেন, আগামী বুধবার থেকেই ওই বয়সসীমার শিশুদের টিকা দেওয়া শুরু হবে গোটা দেশে। একইসঙ্গে ওই দিন থেকেই বয়স্কদেরও বুস্টার টিকা দেওয়ার ঘোষণাও করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে টিকাকরণ নিয়ে এই বড় ঘোষণাটি করেন। তাঁর কথায়, ”ছোটরা সুরক্ষিত হলেই দেশ সুরক্ষিত থাকবে। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ১৬ মার্চ থেকে ১২-১৪ বছর বয়সী কিশোরদের জন্য কোভিড টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। এর পাশাপাশি, ষাটোর্ধ্ব সকলেই করোনা টিকার বুস্টার ডোজ নিতে পারবেন।”

আরও পড়ুন: UP Election: হিন্দুত্ববাদের প্রবল সমর্থক, কঠোর প্রশাসক, ব্যাক্তিগত দুর্নীতিহীন- যোগীর এক্স-ফ্যাক্টরেই কিস্তি মাত

শিশুদের বায়োলজিক্যাল ই-কর্বোভ্যাক্স টিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

(বিস্তারিত আসছে)

আরও পড়ুন:  Russia-Ukrain War: উচ্চ পর্যায়ের বৈঠকে মোদী, আলোচনা দেশের প্রতিরক্ষা নিয়েও