ভোটের বাজারে দলিতদের কদর থাকলেও সত্যিই কি সমাজে বদলেছে তাঁদের অবস্থান? প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা। তাই বারবার নানাভাবে উচ্চবর্গের হাতে হেনস্তার শিকার হতে হচ্ছে দলিত কিংবা নিম্নবর্গের মানুষদের। এটাই গোটা দেশের বাস্তব। তেমনই ঘটনা ঘটল উত্তরপ্রদেশেল লখনউতে। দলিত হওয়ার ‘অপরাধে’ চরম হেনস্থার শিকার হতে হল এক ডেলিভারি বয়কে।
জ়োমাটোর ডেলিভারি বয়ের (Zomato Delivery Boy) নাম বিনীত কুমার। অনলাইন অ্য়াপে খাবারের অর্ডার পেয়ে গ্রাহকের বাড়ি খাবার দিতে যান তিনি। সেখানে তাঁর নাম জিজ্ঞাসা করা হয়। অভিযোগ, নাম শোনার পরই বিনীতের হাত থেকে ডেলিভারি নিতে অস্বীকার করেন ওই গ্রাহক। তাঁর দাবি, বিনীত অস্পৃশ্য। দলিত সম্প্রদায়ের হাত থেকে খাবার তিনি গ্রহণ করবেন না। বিনীত জানান, ডেলিভারি না নিতে চাইলে, তাঁর অর্ডার যেন ক্যানসেল করে দেওয়া হয়।
আরও পড়ুন: Assam Flood: অসমে বন্যায় মৃত বেড়ে ৬২, মেঘালয়ে মৃত কমপক্ষে ৪২
এখানেই শেষ নয়। বাড়ি ফেরার পথে মাঝরাস্তায় হঠাৎই তাঁকে ঘিরে ধরে ১৪ জনের একটি দল। জাত তুলে অশ্রাব্য মন্তব্যের পাশাপাশি শুরু হয় মারধর, শারীরিক অত্যাচার। এমনকী গুটখা খেয়ে তাঁর মুখে থুতু ফেলারও অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। গোটা ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতেও।
ঘটনার পরেই পুলিশের দ্বারস্থ হয়েছেন বিনীত কুমার নামে ওই ব্যক্তি। অভিযুক্তদের মধ্যে থেকে দুজনকে ইতিমধ্যেই শনাক্ত করেছে পুলিশ। যার মধ্যে একজন অজয় সিং নামে এক স্থানীয় বাসিন্দা বলেই জানতে পেরেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআরও। বাকি ১২ জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: President Election 2022: এনডিএ জোটের প্রার্থী হচ্ছেন আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু