CV Ananda Bose will start unity yatra from Dakshineswar Temple

CV Ananda Bose: বাংলাকে চিনতে ‘একতা যাত্রা’ রাজ্যপালের, শুরু দক্ষিণেশ্বর থেকে

সরস্বতী পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোসের বাংলা ভাষায় হাতেখড়ি নিয়ে বিতর্ক কম হয়নি। তারই মাঝে এবার বাংলাকে চিনতে ‘একতা যাত্রা’র সূচনা করলেন রাজ্যপাল। রবিবার সস্ত্রীক দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন রাজ্যের সাংবিধানিক প্রধান। এরপর সাংবাদিকদের সামনে ‘একতা যাত্রা’র কথা ঘোষণা করেন তিনি।

রবিবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান রাজ্যপাল। মন্দির কমিটির কর্মকর্তাদের সঙ্গে গিয়ে পুজো দেওয়ার পাশাপাশি, যান রামকৃষ্ণ পরমহংস দেবের স্মৃতিবিজড়িত স্থানগুলিতেও, পাশাপাশি ঘুরে দেখেন মন্দির চত্বর। তাঁর রাজধানী সফর নিয়ে একঝাঁক প্রশ্নের মুখে পড়েন রাজ্যপাল। সেই সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি।

আরও পড়ুন: CV Ananda Bose: এই সরস্বতী পুজোতেই বাংলায় হাতেখড়ি হবে রাজ্যপালের! উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

দক্ষিণেশ্বর ঘুরে দেখে নিজের অভিজ্ঞতার কথা জানাতেই বেশি আগ্রহী ছিলেন আনন্দ বোস। সেই সঙ্গে রাজ্যপাল নিজের সংহতি যাত্রার কথা ঘোষণা করে দেন। আনন্দ বোস বলেন, ‘‘দক্ষিণেশ্বর ভারতীয় সংস্কৃতির একটি অন্যতম পীঠস্থান। সেখানে থেকেই সংহতি যাত্রা শুরু করব। বাংলার সর্বস্তরের মানুষের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে।’’ তবে নিজের এই সংহতি যাত্রা প্রসঙ্গে বেশি কিছু বলতে চাননি রাজ্যপাল। পশ্চিমবঙ্গকে আবারও নিজের দ্বিতীয় বাড়ি বলেছেন তিনি। বাংলার সংস্কৃতির সঙ্গে যুক্ত স্থানে বছরে একবার করে যাওয়া ইচ্ছে প্রকাশ করেছেন আনন্দ বোস।

উল্লেখ্য, সরস্বতী পুজোর দিন আনুষ্ঠানিকভাবে বাংলা ভাষায় হাতেখড়ি হয় রাজ্যপালের। ছোট্ট গুরুর হাতে হাতেখড়ির সময় রাজভবনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যখন রাজ্যে জোর শোরগোল তখন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে হাতেখড়িকে সমর্থন করেনি বিজেপি। পদ্মশিবিরের বর্ষীয়ান নেতা তথাগত রায় ছাড়া অনুষ্ঠানে যোগ দেননি রাজ্য বিজেপির কেউই। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও ছিলেন না হাতেখড়ি অনুষ্ঠানে। এই টানাপোড়েনের মাঝে সরস্বতী পুজোর রাতে দিল্লি সফরে যান রাজ্যপাল। উপ রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করেন। অমিত শাহের সঙ্গে বৈঠক করার কথা ছিল তাঁর। যদিও রাজ্যপালের দিল্লি সফরের সঙ্গে হাতেখড়ি বিতর্কের কোনও সম্পর্ক নেই বলেই দাবি তৃণমূল, বিজেপি উভয়েরই। এবার রাজ্যপালের ‘একতা যাত্রা’ নিয়ে কী প্রতিক্রিয়া দেয় রাজনৈতিক মহল, সেটাই এখন দেখার।

আরও পড়ুন: BBC Documentary: এবার প্রেসিডেন্সিতে মোদীর তথ্যচিত্র চলাকালীন বিদ্যুৎ বিভ্রাট, বিক্ষোভে পড়ুয়ারা