যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) উত্তরপ্রদেশ যেন ধর্ষণ প্রদেশ! ললিতপুরের পর মাত্র এবার ধর্ষণের শিকার হতে হল ফতেপুরের এক দলিত নাবালিকাকে। ১৫ বছর বয়সের মেয়েটি অপমানের গ্লানি সহ্য করতে না পেরে শেষপর্যন্ত বেছে নিল আত্মহননের পথ।
ফতেপুরের পুলিশ সুপার রাজেশ কুমার সিংহ বলেছেন, ‘‘মঙ্গলবার গভীর রাতে গ্রামে পাশের জঙ্গলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দীর্ঘক্ষণ বাড়ি ফেরেনি মেয়েটি। ফলে খোঁজখুঁজি শুরু করেন বাড়ির লোক। এর পর পাশের জঙ্গলে তাকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। নির্যাতিতাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়।’’
পুলিশ সূত্রের খবর, অপমানে বুধবার সকালে কীটনাশক খায় ওই নির্যাতিতা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগে ধর্ষকের নাম বলে যায় সে। রাজেশ জানিয়েছেন, নির্যাতিতা কিশোরীর বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের মামলা রুজু করার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ললিতপুরের ধর্ষণকাণ্ড (Lalitpur Rape Case) এখনও খবরের শিরোনামে। গত ২২ এপ্রিল চার যুবক ১৩ বছর বয়সি এক নাবালিকাকে ভোপালে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ২৬ এপ্রিল সকালে তাকে পালি থানার সামনে ফেলে দিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার পরের দিন অর্থাৎ ২৭ এপ্রিল ফের থানায় ডেকে পাঠানো হয় ওই নাবালিকা এবং তার আত্মীয়াকে। বলা হয়, গণধর্ষণের (Gangrape) বয়ান রেকর্ড করতেই ডাকা হচ্ছে তাকে। সারাদিন থানায় রাখা হয় নাবালিকাকে। সেই সময়েই একটি আলাদা ঘরে ডেকে নিয়ে গিয়ে তাকে থানার ওসি ফের ধর্ষণ করে বলে অভিযোগ উঠছে। ওই ঘটনায় ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারকে নোটিস দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। একযোগে সরকারকে কাঠগড়ায় তুলছে বিরোধী শিবির। এর মধ্যে ফের ধর্ষণের খবর যোগী রাজ্যে।