মঙ্গলবার সংসদে বাজেট ২০২৪-২৫ পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তৃতীয় বারের জন্য মসনদে বসার পরে নরেন্দ্র মোদি সরকারের এটিই ছিল প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এদিন বাজেট পেশ শুরু হতে না হতেই লাগাতার ধসের ছবি দেখা গিয়েছে দালাল স্ট্রিটে। একসময় তো সেনসেক্স ১২০০ পয়েন্টের বেশি পতন দেখা যায়। পতন দেখা যায় নিফটিতেও। একদিনেই বিনিয়োগকারীরা ১০ লক্ষ কোটির ক্ষতির মুখোমুখি হয়েছে।
মঙ্গলবার বাজেট (Union Budget 2024) পেশের আগে চাঙ্গা ছিল শেয়ার বাজার। সোমবারের তুলনায় সেনসেক্সের (Sensex) সূচক ২০০ পয়েন্ট বেড়ে ৮১ হাজারের বেশ কাছে পৌঁছে যায়। সকাল সাড়ে নটা পর্যন্ত সেনসেক্সের সূচক ছিল ৮০৭২৪.৩। নিফটির সূচক বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৬৮.৯। লাভের মুখ দেখেন পাবলিক সেক্টরের বিনিয়োগকারীরা।
কিন্তু, বাজেট পেশের পরেই দেখা গেল একেবারে উল্টো ছবি। হু হু করে পড়ে গেল একাধিক নামজাদা সংস্থার শেয়ার দর। বেলা একটা নাগাদ দেখা যায়, ১২৪৮.২৩ পয়েন্ট খুইয়ে ৮০ হাজারের নিচে নেমে যায় সেনসেক্স। বড়সড় পতন হয় নিফটিতেও। ৪০৯ পয়েন্ট কমে যায় নিফটির সূচক। সবমিলিয়ে লোকসানের মুখে পড়ে ২৯৭১টি স্টক।
কেন আচমকা ধস নামল বম্বে স্টক এক্সচেঞ্জে? এর জন্য বাজেটের নয়া নীতিকেই দুষছেন বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীরা ভেবেছিলেন, লভ্যাংশের উপরে করের হার হয়তো অপরিবর্তিত থাকবে। কিন্তু লং টার্ম লাভের উপর ১২.৫ শতাংশ এবং স্বল্প সময়ের লভ্যাংশের উপর ২০ শতাংশ কর ঘোষণা করেন অর্থমন্ত্রী। আগে এই হার যথাক্রমে ১০% এবং ১৫% ছিল। এই ঘোষণার পরেই হুহু করে পড়েছে শেয়ার বাজার। নিজেদের শেয়ার বিক্রি করে দিয়ে কর বাঁচাতে চেষ্টা করেছেন বিনিয়োগকারীরা।