জনপ্রিয় রেস্তরাঁর খাবারে মিলল মরা ইঁদুর। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের বান্দ্রা এলাকায়।
মুম্বইয়ের পালি নাকায় বিখ্যাত রেস্তোরাঁ ‘পাপা পাঞ্চো দ্য ধাবা’-তে বন্ধুকে নিয়ে সুস্বাদু চিকেন খেতে গিয়েছিলেন গোরেগাঁওয়ের বাসিন্দা অনুরাগ সিং। পেশায় ব্যাঙ্কের ম্যানেজার। পুলিশে দায়ের করে অভিযোগে তিনি জানিয়েছেন, ঘটনার দিন বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে ওই রাস্তায় খেতে যান তিনি। চিকেন এবং মাটন থালির পাশাপাশি পাউরুটির অর্ডার দেন। টেবিলে খাবার পৌঁছতেই আঁতকে ওঠেন অনুরাগ এবং তাঁর বন্ধুরা। কারণ একটি থালির মাংস ছিল অন্যরকম। ভাল করে লক্ষ্য করলেই বোঝা যাচ্ছিল সেটি আদতে ইঁদুরের মাংস।
আরও পড়ুন: Rahul Gandhi : সংসদেই মুছে দেওয়া হল ‘ভারতমাতা’র নাম! বিস্মিত রাহুল বিঁধলেন মোদীকে
ওই মুহুর্তে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান অনুরাগ এবং তাঁর বন্ধুরা। যদিও রেস্তোরাঁর ম্যানেজের তাতে আমল দেননি। এর পরেই বান্দ্রা পুলিশ স্টেশনে লিখিত অভিযোগ জানান অনুরাগ। যার ভিত্তিতে রেস্তোরাঁ ম্যানেজার, রাধুনি এবং ওয়েটারের বিরুদ্ধে মামাল রুজু করেছে পুলিশ। এদিকে, ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে বান্দ্রা থানার পুলিশ। ইতিমধ্যেই রেস্তরাঁর মালিক এবং রাঁধুনিকে গ্রেফতার করা হয়। যদিও পরে জামিন পেয়ে যান তাঁরা।
@MumbaiPolice Rat found in our gravy at #papaPanchodadhaba near Pali naka Bandra West . No manager or owner is ready to listen . We called police and 100 as well . No Help yet . @mumbaimirror @TOIMumbai pic.twitter.com/YRJ4NW0Wyk
— Stay_Raw (@AMINKHANNIAZI) August 13, 2023
যে থালায় ওই দুই গ্রাহককে খেতে দেওয়া হয়েছিল, সেগুলি ফরেন্সিকে টেস্টের জন্য পাঠানো হয়েছে। ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সেগুলি পরীক্ষা করছে। যদিও রেস্তরাঁর ম্যানেজার ভিভিয়ান সিক্যুয়েরার দাবি, ‘আমাদের রেস্তরাঁ পুরনো এবং ঐতিহ্যবাহী। এখানে এমন ঘটনা কখনও ঘটেনি। এম কোনও অভিযোগও পাইনি আমরা। যারা এমনটা বলছেন তাঁরা দু’জনেই মত্ত অবস্থায় ছিলেন।’
আরও পড়ুন: Lakhpati Didi : ১৫ লাখ টাকার স্বপ্ন অতীত, এবার ‘ ২ কোটি লাখপতি দিদি’ প্রকল্প মোদীর