Delhi Assembly Election 2025: Delhi election results 2025: Date & time, when and where to watch

Delhi Assembly Election 2025: আপ নাকি বিজেপি – দিল্লির ‘দিল’ জিতছে কে? জানা যাবে শনিবার

দিল্লির ‘দিল’ জিতবে কে?  ফেব্রুয়ারি শনিবার দিল্লি বিধানসভা ভোটের ফলপ্রকাশ। দেড় কোটিরও বেশি দিল্লিবাসী নির্ধারণ করবেন কাদের হাতে থাকবে ক্ষমতা। অধিকাংশ বুথফেরত সমীক্ষাই এগিয়ে রেখেছে বিজেপিকে। দলের নেতাদের হাবেভাবেও আত্মবিশ্বাস স্পষ্ট। অন্য দিকে, বুধবার ভোটপর্ব শেষের পর থেকে ধারাবাহিক ভাবে নানা ‘অনিয়মের’ অভিযোগ তুলে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। যা আসলে দুশ্চিন্তার প্রতিফলন বলেই মনে করছেন অনেকে।

৭০ আসনের দিল্লি বিধানসভায় লড়েছেন ৬৯৯ জন প্রার্থী। তার মধ্যে ৬০৩ জন পুরুষ ও ৯৬ জন মহিলা। ২০২০ নির্বাচনে ৬২ আসন জিতে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছিল আপ। বিজেপি পেয়েছিল মাত্র আট আসন। কংগ্রেস একটিও আসন পায়নি। শনিবার সকাল সাতটা থেকে গণনা শুরু হবে। গণনা শেষ হতে হতে সন্ধে ৬টা। গণনা শুরু হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করবে।

৭০ আসনের দিল্লি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার ‘জাদু সংখ্যা’ ৩৬। কাগজে-কলমে ‘ত্রিমুখী’ লড়াইয়ে গোড়া থেকেই ধারে ও ভারে বেশ পিছিয়ে রয়েছে কংগ্রেস। কয়েকটি বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, গত দু’বারের মতোই এ বারও সেখানে কংগ্রেস খাতা খুলতে পারবে না। অন্য কয়েকটি সমীক্ষার পূর্বাভাস, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়্গের দল দু’-একটি আসনে জিততে পারে। তবে বিজেপির নিরঙ্কুশ গরিষ্ঠতার সম্ভবনা নিয়ে প্রায় সবক’টি সমীক্ষাই নিঃসংশয়।

এবারের নির্বাচনে প্রায় ৩ লক্ষ নতুন ভোটার ছিল। নতুন ভোটাররা কোন দিকে যান তার উপর নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করছে। তাৎপর্যপূর্ণ ভাবে অতীতে প্রধানমন্ত্রী মোদী খয়রাতির রাজনীতির বিরোধিতা করলেও, দিল্লি দখলের দৌড়ে আপ ও কংগ্রেসের মতোই মহিলাদের হাতে নগদ তুলে দেওয়ার মতো জনমোহিনী ঘোষণা করতে হয়েছে গেরুয়া শিবিরকে।

অষ্টম বেতন কমিশন, ১২ লক্ষ টাকা পর্যন্ত করছাড় ও ঝুপড়িবাসীদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দেওয়ার ঘোষণা শেষ প্রহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের পালে হাওয়া জুগিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিশেষ করে আয়কর ছাড়ের সিদ্ধান্তে সরকারি কর্মচারী ও যুবসমাজের ভোটের বড় অংশ বিজেপির পক্ষে যেতে পারে।