Delhi Exit Poll: Delhi exit poll 2025 LIVE: Chanakya, JVC, others see BJP ending AAP's reign

Delhi Exit Poll: বুথফেরত সমীক্ষায় চাপে আপ, বিজেপির হাসি চওড়া: বলছে এক্সিট পোল

দিল্লিতে ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে পারে বিজেপি। ফলে এক্সিট পোল থেকে বিরাট ধাক্কা খেল আপ। পাশাপাশি অনেকটা চাপে পড়ে গিয়েছে কংগ্রেস শিবিরও। এবারে যদি আপ ক্ষমতায় ফিরত তাহলে তারা তিনবার দিল্লিতে শাসন করত। তবে এক্সিট পোল সেই কথা বলছে না। ২০১৫ সাল এবং ২০২০ সালে আপ দুবার ক্ষমতায় ছিল। অন্যদিকে কংগ্রেসের শীলা দীক্ষিতের শাসনের পর ফের দিল্লি হাতছাড়া হতে চলেছে হাত  শিবিরের।

  • চাণক্য জানিয়েছে, নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি ৩৯-৪৪টি আসনে জিততে পারে। অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আপ ২৫-২৮টি আসন পকেটে পুরতে পারে। কংগ্রেসের ভাঁড়ারে চাণক্য ২-৩টি আসন রেখেছে।
  • পি-মার্ক এক্সিট পোলে আপকে দেওয়া হয়েছে, ২১-৩১টি আসন। অন্যদিকে, বিজেপির ভাগে গিয়েছে ৩৯-৪৯টি। কংগ্রেস ০-১। জেভিসি এক্সিট পোলের পরিসংখ্যানে বিজেপি পেতে পারে ৩৯-৪৫টি বিধানসভা কেন্দ্র। আপের হাতে থাকবে ২২-৩১টি এবং কংগ্রেসের ০-২।
  • টাইমস নাও জেভিসির এক্সিট পোলের ফল অনুসারে ৩৯ থেকে ৪৫ টি আসন পাবে বিজেপি। ২২ থেকে ৩১ টি আসন পাবে আপ।
  • পিপলস পালসের এক্সিট পোল অনুসারে বিজেপি পাবে ৫১ থেকে ৬০ টি আসন। আপের কপালে জুটবে ১০ থেকে ১৯ টি আসন।
  • শুধুমাত্র মার্টিজের এক্সিট পোল দুই প্রধান দলকে কাছাকাছি রেখেছে। তারা জানিয়েছে ৩৫ থেকে ৪০ টি আসন পাবে বিজেপি। অন্যদিকে ৩২ থেকে ৩৭ টি আসন পাবে আপ। যারা সরকার গঠন করতে চাইবে তাদের হাতে ৩৬ টি আসন থাকতে হবে।

উল্লেখ্য, ৭০ আসনের দিল্লি বিধানসভায় বুধবার ১৩ হাজার পোলিং বুথে হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। লোকসভা নির্বাচনে জোট বেঁধে লড়েছিল এমন ৫টি দল এবার রাজধানীতে একে অপরের মুখোমুখি হয়েছিলেন। ৬৮ আসনে লড়ে বিজেপি। জোটসঙ্গী জেডিইউ ও এলজেপি লড়ছে ২টি করে আসনে মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী অজিতের এনসিপি বিজেপির বিরুদ্ধে ৩০ আসনে প্রার্থী দিয়েছে।

অন্যদিকে, ৭০ আসনে লড়ছে আপ, সব আসনেই প্রার্থী দিয়েছে কংগ্রেস। পুরোদমে লড়াইয়ে বিএসপি। ৭০ টি আসনেই প্রার্থী দিয়েছে তাঁরাও। ১২ টি আসনে প্রার্থী দিয়েছে আল ইন্ডিয়া মিল্লি মুসলিম লিগ। বামেরা লড়ছে ১০টি আসনে। ভারতে ভোটের ইতিহাস বলছে, আসল ফলের সঙ্গে বুথফেরত সমীক্ষা অনেক সময়েই মেলে না। তবে ফলাফল মিলে যাওয়ার উদাহরণও রয়েছে। আসল ফল জানতে অপেক্ষা করতে হবে আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) গণনার দিন পর্যন্ত। বুধবার অবশ্য যুযুধান সব দলই জয়ের দাবি করেছে।