Delhi Fire: Someone broke the window, jumped, someone was hanging on the crane… look at the horrible moment

Delhi Fire: কেউ জানলা ভেঙে দিলেন ঝাঁপ, কেউ বা ঝুলছেন ক্রেনে… দেখুন বিভীষিকার মুহূর্ত

দিল্লির মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে তিন তলা বাড়ির যে অফিস থেকে আগুন ছড়িয়ে পড়ে, দমকল বিভাগের কাছ থেকে সেই অফিসের মালিকরা ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) নেননি। এমনটাই জানালেন দিল্লির দমকল বিভাগের এক অধিকর্তা।

দিল্লি দমকল বিভাগের প্রধান অতুল গর্গ জানান, এই অফিসের মালিকরা অগ্নিনির্বাপণ ব্যবস্থা যাচাই করে ‘এনওসি’র জন্য আবেদনই করেননি। এমনকি, এই বাণিজ্যিক ভবনের বেশির ভাগ অফিস দমকল বিভাগের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র নেয়নি। প্রয়োজনীয় নির্দেশিকা না মেনেই তারা ওই বাড়িটিতে কাজ করছিলেন বলেও অভিযোগ করেন অতুল। এই অফিসের মালিক, বরুণ গোয়েল এবং সতীশ গোয়ালকে দিল্লি পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে।

আরও পড়ুন: Mohali Blast: পঞ্জাবের গোয়েন্দা সদরে গ্রেনেড হানা, চলছে ফরেন্সিক পরীক্ষা

শুক্রবার মাঝ রাত পর্যন্ত পশ্চিম দিল্লির ওই বাড়িতে আগুন লেগে ২৭ জন মারা গিয়েছেন। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অন্তত চল্লিশ জন। বিল্ডিংটি যখন ধীরে ধীরে একটি বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হচ্ছিল, তখন ভিতরে আটকে পড়া লোকজনকে জানালা থেকে লাফ দিতে দেখা গিয়েছে। জীবন বাঁচাতে ক্রেন থেকে ঝুলে থেকে নিচে নামতেও দেখা গিয়েছে।

এই আবহে জীবন বাঁচাতে মানুষকে মরিয়া চেষ্টা করতে দেখা যায়। কাউকে জানলার কাচ ভেঙে নিচে লাফাতে দেখা যায়। কেউ দমকলের ক্রেন ধরে ঝুলে পড়েন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ওই বাড়ি থেকে ৬০-৭০ জনকে উদ্ধার করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন: দিল্লির বহুতলে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ২৭, আরও আটকে থাকার সম্ভাবনা