কৃষকদের জন্য রয়েছে সুখবর। আপনিও যদি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 11 তম কিস্তির জন্য আবেদন করে থাকেন, তাহলে শীঘ্রই করুন এই কাজ। জেনে নিন 2000 টাকার পরবর্তী কিস্তি আপনার অ্যাকাউন্টে আসবে কি না। সরকার ইতিমধ্যেই এই তালিকা জারি করেছে। এখনও পর্যন্ত ১১টি কিস্তির টাকা পেয়েছেন PM Kisan (Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana) যোজনার সুবিধাভোগীরা। এরপর ১২তম কিস্তির টাকা আসবে। কিন্তু তার আগে সারতে হবে একটি বিশেষ কাজ। সেটা না করলে আসবে না প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির টাকা।
কী সেই কাজ?
পিএম কিষানের অফিসিয়াল পোর্টালে বলা হয়েছে, ‘পিএম কিষানে নথিভুক্ত কৃষকদের বাধ্যতামূলকভাবে e-KYC করতে হবে। পিএম কিষানের পোর্টালে বা নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে গিয়ে বায়োমেট্রিক ই-কেওয়াইসি করতে পারবেন।
আরও পড়ুন: Congress: বান্ধবীর চুলের মুঠি ধরে পেটালেন বৌ, রাজনীতি থেকে সরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী
কীভাবে পিএম-কিষানের (PM-Kisan) পোর্টালের মাধ্যমে ই-কেওয়াইসি করবেন?
১) Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN) তথা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (পিএম কিষান) অফিসিয়াস ওয়েবসাইট www.pmkisan.gov.in-তে যান।
২) স্ক্রিনের ডানদিকে Farmers Corner-র অধীনে ‘eKYC’-তে ক্লিক করুন।
৩) নয়া একটি পেজ খুলে যাবে।
৪) সেখানে নিজের আধার কার্ডের নম্বর, ক্যাপচা দিন। তারপর ‘Search’-এর ক্লিক করুন।
৫) আপনার আধার কার্ডে সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত আছে, তা লিখে ফেলুন।
৬) সেই নম্বরে ‘OTP’ আসবে। তা নির্দিষ্ট জায়গায় লিখে ফেলুন।
৭) ‘Submit’-এ ক্লিক করুন। ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
শেষ তারিখ :
এত দিন পিএম কিষানের ই-কেওয়াইসি করার শেষ তারিখ ছিল ৩১ মে। এবার সময় দেওয়া হয়েছে ৩১ জুলাই, ২০২২ পর্যন্ত।
আরও পড়ুন: নূপুর শর্মা,শাবা নকভিসহ ১০ জনের বিরুদ্ধে এফআইআর করল অমিত শাহের পুলিশ