Diesel price for bulk customers hiked by Rs 25/liter

Oil Price Hike: ভারতেও আকাশছোঁয়া তেল, একলাফে ডিজেলের দাম বাড়ল ২৫ টাকা!

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকলেও দেশে বিগত চার মাসেরও বেশি সময় ধরে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম। এই আবহে এবার পাইকারি বাজারে ডিজেলের দাম একলাফে বাড়ল অনেকটা।

দুনিয়াজুড়ে অপরিশোধিত তেলের দাম বাড়লেও দেশে ১৩৬ দিন ধরে পেট্রোল ও ডিজেলের দর অপরিবর্তিত। গতবছর পেট্রোল ও ডিজেলের দাম সর্বকালীন উচ্চতায় পৌঁছে গিয়েছিল। বাধ্য হয়ে গতবছর ৪ নভেম্বর দুই পেট্রোপণ্যের উপর শুল্ক কমিয়ে দেয় কেন্দ্রীয় সরকার। লিটারে পেট্রোল কমে ৫ টাকা এবং ডিজেল ১০ টাকা। তার উপরে রাজ্য সরকারগুলিও ছেড়ে দেয় রাজস্বের ভাগ। ফলে দাম অনেকটা কমে। কিন্তু আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪০ শতাংশ বেড়েছে। তাই পাইকারি গ্রাহকদের জন্য ডিজেলের দাম লিটারপিছু ২৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিল তেলবিপণন সংস্থাগুলি। তবে পেট্রোল পাম্প থেকে যাঁরা খুচরো তেল কেনেন তাঁদের ক্ষেত্রে দামে কোনও পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুন:Paytm: গ্রাহকদের তথ্য চিনে পাচার! নয়া বিতর্কে জড়াল Paytm

দিল্লিতে ডিজেলের পাইকারি দাম ১১৫ টাকায় পৌঁছে গিয়েছে। পেট্রোলপাম্পে ডিজেল এখনও লিটারে ৮৬.৬৭ টাকায় বিকোচ্ছে। মুম্বইয়ে পাইকারদারকে ডিজেলে বিক্রি করা হচ্ছে ১২২.০৫ টাকায়। ৯৪.১৪ টাকায় পেট্রোলপাম্পে বিক্রি হচ্ছে ডিজেল।

পেট্রোল ও ডিজেলে লোকসানের মুখে পড়েছে বেসরকারি সংস্থাগুলি। ১৩৬ দিন ধরে দাম না বাড়ায় নায়রা এনার্জি, জিও বিপি ও সেলের মতো সংস্থাগুলির ‘ভাঁড়ে মা ভবানী’ দশা বলে খবর। পেট্রোল পাম্প বন্ধ করে দিতে পারে তারা। সেই ২০০৮ সালে ১৪৩২টি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। কারণ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সস্তায় তেল বিক্রি করছিল। তাদের সঙ্গে এঁটে উঠতে পারেনি রিলায়েন্স।

আরও পড়ুন: Hijab Row: হিজাব মামলার রায় দেওয়া তিন বিচারপতিকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা