২৩টি প্রজাতির কুকুরকে (Dog) ‘হিংস্র’ তকমা দিয়ে তাদের বিক্রি ও প্রজননে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বিজ্ঞপ্তি পাঠিয়ে এও জানানো হয়েছে, ওই প্রজাতির কুকুরগুলির নির্বীজকরণও করাতে হবে। তালিকায় রয়েছে পিটবুল, আমেরিকান বুলডগ, ম্যাস্টিফের মতো প্রজাতি।
হিংস্র কুকুরের আক্রমণে দেশের একের পর এক শিশু-বৃদ্ধের মৃত্যুর পর থেকে বিভিন্ন মহল থেকে এ বিষয়ে আদালতে আর্জি জমা পড়তে থাকে। সম্প্রতি দিল্লি হাইকোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনমাসের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দিয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে কেন্দ্রীয় সরকার হিংস্রজাতীয় কুকুর পোষা, বিক্রি ও জন্ম নিয়ন্ত্রণের নির্দেশ পাঠিয়েছে রাজ্যগুলিকে। তাতে বলা হয়েছে, স্থানীয় প্রশাসনকে যেন এ জাতীয় কুকুর পোষার লাইসেন্স, বিক্রির অনুমতি এবং জন্মরোধে ব্যবস্থা নেওয়া হয়।
কেন্দ্র জানিয়েছে, এই প্রজাতির যে কুকুরগুলোকে পোষা হচ্ছে, সেগুলোর নির্বীজকরণও করাতে হবে। তালিকায় থাকা কুকুরগুলোর মধ্যে মিশ্র প্রজাতিও রয়েছে। পিটবুল, টোসা ইনু, আমেরিকান স্ট্যাফোর্ডশায়ার টেরিয়ার, ফিলা ব্রাজিলেরো, ডোগো আর্জেন্টিনো, আমেরিকান বুলডগ, বোরবোয়েল ক্যাঙ্গাল, মধ্য এশীয় শেফার্ড ও ককাসিয়ান শেফার্ডের মতো ২৩টি প্রজাতি রয়েছে। এ ছাড়াও রয়েছে, সারপ্ল্যানিনাচ, জাপানিজ় তোসা, আকিতা, সাউথ রাশিয়ান শেপার্ড, টর্নিয়াক, ম্যাস্টিফ, রোজেশিয়ান রিজব্যাক, উল্ফ ডগ, ক্যানারিয়ো, আকব্যাশ ডগ, মস্কো গার্ড ডগ, কেন করসো এবং ব্যানডগ।
এই সমস্ত কুকুরকে মানবজীবনের পক্ষে ‘বিপজ্জনক’ বলে বর্ণনা করে ২৩টি হিংস্র কুকুরের একটি তালিকা দেওয়া হয়েছে। এই কুকুরের আমদানি থেকে ক্রস ব্রিডিংও নিষিদ্ধ করতে চলেছে কেন্দ্র। মন্ত্রকের তরফে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যসচিবদের এ ধরনের কুকুর পোষা নিষিদ্ধ করার নির্দেশ পৌঁছে গিয়েছে।