Don't fall for BJP's promises, make Samajwadi Party win: Mamata Banerjee canvasses for Akhilesh Yadav

UP Elections 2022: ৩ মার্চ মোদির বারাণসীতে যাবেন, অখিলেশকে পাশে বসিয়ে ঘোষণা মমতার

সোমবার উত্তরপ্রদেশের মাটিতে পা দেওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উন্মাদনা শুরু হয়। বিমানবন্দরে মমতার নামে স্লোগানও ওঠে। গাড়ি করে হোটেলে যাওয়ার পথেও অনেক জায়গায় মমতার কনভয়কে অভিবাদন জানায় আমজনতা। বলাই বাহুল্য, মমতাকে ঘিরে এই উন্মাদনা প্রমাণ করে দিচ্ছিল দেশে মোদি বিরোধী মুখ এখন মমতাই। সেই কারণেই এবার মোদির কেন্দ্র বারাণসীতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল সুপ্রিমো।

একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের হয়ে প্রচারে এসেছিলেন সপার অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন। সৌজন্যের সেই রীতি বজায় রেখেই উত্তরপ্রদেশ ভোটের (UP Election 2022) আগে অখিলেশের হয়ে প্রচারে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লখনউয়ের ভারচুয়াল সাংবাদিক সম্মেলন থেকে বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি অখিলেশকে ভোট দেওয়ার আবেদনও জানান তিনি।

তৃণমূল নেত্রীর কথায়, “ওরা (বিজেপি) বাংলায় ভোটপ্রচার করতে এসে বলেছিলেন, ইস বার ২০০ পার। কিন্তু ওরা পারেনি। এবার আমি বলছি, অব কি বার অখিলেশ তিনশো পার। অব কি বার অখিলেশজি কি সরকার। অব কি বার মা-বেটিওয়া কি সরকার। আমার বিশ্বাস, এখানে অখিলেশরাই জিতবে, বিজেপি হারবে। উত্তরপ্রদেশে বিজেপি হারলে দেশ বিজেপি মুক্ত হবে।”

তৃণমূল সূত্রে খবর, ৭ মার্চ বারাণসীতে ভোট। তার আগে বারাণসীতে ভোট প্রচারে যাবেন তৃণমূল নেত্রী। ২ মার্চ বারাণসী যাবেন মুখ্যমন্ত্রী। ওই দিন বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি গঙ্গা-আরতিতে দেখবেন তিনি। পরদিন অর্থাৎ, ৩ তারিখ অখিলেশ যাদবের সঙ্গে সভা করবেন তৃণমূল সুপ্রিমো।

এদিন ভার্চুয়াল সভা থেকে যোগী সরকারকে তুলোধনা করলেন মমতা। সঙ্গে কোভিডকালে উত্তরপ্রদেশের বিভিন্ন শহর-লাগোয়া নদী থেকে বাংলার সীমানায় ভেসে আসা লাশ নিয়েও খোঁটা দিলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উত্তরপ্রদেশের কোভিড সংক্রমণে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের লাশ সৎকার না করে নদীতে ভাসিয়ে দিয়েছিল। যোগীজির সরকার মানুষের মৃতদেহের সৎকার পর্যন্ত করেনি। সেই সব লাশ নদীতে ভাসিয়ে দিয়ে দায় সেরেছিল।’’ তিনি আরও বলেন, ‘‘উত্তরপ্রদেশ থেকে লাশ ভেসে এসেছিল বাংলার নদীতে। বাংলার সরকার সেই সব লাশের সৎকার করেছে পূর্ণ মর্যাদায়। আমরা কারও অমর্যাদা করি না।’’

শুধু কোভিড কালে উত্তরপ্রদেশের স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা নিয়েই মমতা তোপ দাগেননি। উন্নাও, হাথরসে মহিলাদের উপর ঘটে যাওয়া নির্যাতনের ও পরিবারের উপর ‘সরকারি অত্যাচার’-এর অভিযোগ তুলেও সরব হন তিনি। মমতা বলেন, ‘‘কী হয়েছিল হাতরসে? কী হয়েছিল উন্নাওতে? সেখানে গরিব মেয়ের ওপর নির্যাতন করে মারা হয়েছিল। এখনও তাঁরা বিচার পাননি, কেন? যোগীজির রাজত্বে কি মহিলারা বিচার পান না?’’ তাঁর আরও প্রশ্ন, ‘‘যোগীজির আমলে কি মহিলারা সম্মান পেয়েছেন?’’ তার উত্তরে মমতা নিজেই বলেন, ‘‘আপনারা উত্তরপ্রদেশের মা-বোনেরা এ বার অখিলেশকে সমর্থন করে সরকার বদল করুন। আপনারা সম্মান পাবেন। আমি কথা দিয়ে যাচ্ছি। অখিলেশ আপনাদের জন্য কাজ করবে। যোগীরাজ শেষ হলে বিজেপি দেশ থেকে শেষ হবে।’’

প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রচারে এসে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে ঠিক এই অভিযোগগুলিই করেছিলেন যোগী। মঙ্গলবার লখনউয়ে যেন সেই হিসেব মিটিয়ে নিলেন মমতা। সঙ্গে বললেন, ‘‘এনকাউন্টার করলেই সুশাসন দেওয়া যায় না।’’

আরও পড়ুন: Tripura: BJP ছাড়লেন সুদীপ রায়বর্মন-সহ দুই বিধায়ক, এবার কি গন্তব্য তৃণমূল?