আকাশপথে সহযাত্রীর গায়ে প্রস্রাব করা নিয়ে হুলস্থুল কাণ্ড ঘটেছিল। দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। আর এবার একই ঘটনা ঘটল দূরপাল্লার ট্রেনে। প্রবীণ দম্পতির উপর প্রস্রাব করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।
গত বুধবার ঘটনাটি ঘটে ক্রান্তি এক্সপ্রেসে। উত্তরপ্রদেশের বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ ঝাঁসি স্টেশনে ঢোকার আগে কাণ্ডটি ঘটে। রেল সূত্রে জানা গিয়েছে, বি৩ এসি কোচে যাত্রা করছিলেন ওই প্রবীণ দম্পতি। ট্রেনে পাশাপাশি দুটি লোয়ার বার্থে শুয়েছিলেন তাঁরা। ঠিক সেই সময় বছর কুড়ির এক যুবকের কীর্তিতে তাঁরা রীতিমতো হতবাক হয়ে যান। আচমকাই খেয়াল করেন, সেই যুবক যে তাঁদের গায়ে এবং পাশে রাখা তাঁদের ব্যাগপত্রের উপর প্রস্রাব করে চলেছেন। আতঁকে ওঠেন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় টিটিকে। ঘটনাস্থলে ছুটে যান তিনি। রেলকর্মীদের দিয়ে তড়িঘড়ি সেই স্থান পরিষ্কার করানোর ব্যবস্থা করা হয়।
এর আগে বহুবার এক্সপ্রেস ট্রেনের এসি কামরায় নিশ্চিতে যাতায়াত করেছেন বারাণসী হিন্দু বিশ্ববিদ্যালয়ের ওই প্রাক্তন অধ্যাপক দম্পতি। কিন্তু কখনও যে এমন ঘটনার শিকার হতে হবে ভাবতেও পারেননি তাঁরা। ঘটনাটিতে বিস্মিত দম্পতি জানান, “দিল্লি থেকে খুব স্বাচ্ছন্দ্যেই যাত্রা করছিলাম। কিন্তু স্বপ্নেও ভাবিনি কেউ আমাদের উপর এভাবে প্রস্রাব করবে! মদ্যপ অবস্থাতেই সে এই ঘটনা ঘটিয়েছে।”
রেল সূত্রের খবর, অভিযুক্তর নাম রীতেশ। দিল্লির কুতুব অঞ্চলের ওই বাসিন্দা মোহাবা থেকে ট্রেনে উঠেছিলেন। অত্যন্ত মদ্যপ অবস্থাতে থাকায় বেসামাল হয়ে সে ওই কাণ্ড ঘটিয়েছেন। ঘটনাটির পর ঝাঁসির আরপিএফে খবর দেন ওই ট্রেনের টিটি। অভিযুক্তকে সংশ্লিষ্ট আরপিএফের হাতে তুলে দেওয়া হয়েছে। যদিও পরবর্তীকালে তিনি জামিন পেয়ে যান বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: LPG Gas: নজরে লোকসভা, গ্যাসের দাম আরও কমাল মোদী সরকার