Due to some technical issues Delhi-Doha flight diverted to Karachi

বিমানে যান্ত্রিক ত্রুটি, ১০০ যাত্রী নিয়ে পাকিস্তানে নামল দিল্লি-দোহা বিমান

যাওয়ার কথা ছিল দিল্লি থেকে দোহা। কিন্তু প্রায় ১০০ যাত্রীকে নিয়ে সেই বিমান চলে গেল পাকিস্তানের করাচি! কাতার এয়ারওয়েজের একটি উড়ানের এমন কাণ্ডে শোরগোল। যদিও বিমান সংস্থার সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে, প্রযুক্তিগত সমস্যার কারণে এই পথবদল।

জানা গিয়েছে, কিউআর ফাইভ সেভেন নাইন বিমানটি দিল্লি থেকে যাত্রা শুরু করে। বিমানে ছিলেন ১০০ জনের বেশি যাত্রী। হঠাৎ রাস্তা বদলে সেটিকে করাচির দিকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়।  সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কাতার এয়ারওয়েজের দিল্লি-দোহা রুটের কিউআর৫৭৯ বিমানের মালপত্র রাখার জায়গায় ধোঁয়ার সংকেত দিয়েছিল। সেজন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জরুরি ভিত্তিতে বিমানটি ঘুরিয়ে দেওয়া হয়। সব যাত্রীকে সুরক্ষিতভাবে বিমান থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের জন্য একটি বিকল্প উড়ানের বন্দোবস্ত করা হচ্ছে।

আরও পড়ুন: Gold Rate: সামান্য পতন সোনার দামে, তবুও মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ

পুরো বিষয়টির জন্য কাতার এয়ারওয়েজের তরফে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: Oil Price Hike: ভারতেও আকাশছোঁয়া তেল, একলাফে ডিজেলের দাম বাড়ল ২৫ টাকা!