Durga Puja 2023: imd Predicts Heavy Rainfall During Festive Days Due To Western Disturbance And Cyclonic Circulation

Durga Puja 2023: ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার সাঁড়াশি আক্রমণ! পুজোয় টানা ৩ দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজোর আমেজ চতুর্দিকে। রবিবার থেকে শুরু হল নবরাত্রিও। তবে এর মধ্যেই দুঃসংবাদ আবহাওয়া দফতরের। উৎসবের মুখেই ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার সাঁড়াশি আক্রমণ, ফলে টানা তিনদিন ভারী দুর্যোগের পূর্বাভাস দিয়েছে IMD।

তীব্র পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী সপ্তাহের শুরুতেই উত্তর পার্বত্য রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত শুরু হবে।  তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। মৌসম বিভাগ জানিয়েছে, এটিই মরশুমের প্রথম তীব্র ক্ষমতাসম্পন্ন পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে কেবলমাত্র উত্তর ভারতই নয়, তামিলনাড়, কেরালা এবং লাক্ষাদ্বীপেও হালকা থেকে মাঝারি বৃষ্টিরপাত শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন: Hurun India Rich List 2023: ৪ গুণ বেড়েছে সম্পদ, ফের সবচেয়ে ধনী ভারতীয় আম্বানি

অন্যদিকে, চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত।মূলত মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে এই ঘূর্ণিঝড় ফুঁসছে। রবিবার রাতেই এটি পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে মিশে যাবে। ফলে আরও শক্তিশালী হয়ে ওঠার সম্ভাবনা। IMD জানিয়েছে, উত্তর পশ্চিম ভারতে এই দুইয়ের সাঁড়াশি আক্রমণের জেরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম উত্তর প্রদেশ, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং রাজস্থানের কিছু অংশে ঝড় বৃষ্টি ও বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। রয়েছে তুষারপাতের সম্ভাবনাও।

যদিও এই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়ার কোনও সম্ভাবনা নেই বলেই মত আবহাওয়াবিদদের। সুতরাং প্যান্ডেল হপিংয়ে সমস্যা হবে না কিছুই। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পুজোয় ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ষষ্ঠী থেকে অষ্টমী রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে। সুতরাং মনোরম আবহাওয়া বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। নবমী, দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ। এমনকী হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা।

আরও পড়ুন: Mahua Moitra: ঠোঁটে জ্বলন্ত চুরুট- হাতে মদের গ্লাস, শশী থারুরের সঙ্গে ছবি ভাইরাল মহুয়া মৈত্রের