During isolation, ICMR will issue new Covid protocols

হোম আইসোলেশনের মেয়াদ হল ৭ দিন, নয়া কোভিড প্রোটোকল জারি ICMR-এর

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপের পর করোনা সংক্রমণের আইসোলেশনের দিন কমাল ভারতও। এমনই নির্দেশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।এবার তা হবে সাত দিনের ।দু’বছর আগে সংক্রমণের শুরুতে ভারতে কোভিড রোগীদের ১৪ দিন নিভৃতবাসের নিদান দেয় আইসিএমআর ।

কোভিডের দ্বিতীয় ধাক্কার সময় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো অস্ত্র অর্থাৎ ভ্যাকসিন চলে এসেছে। প্রথম সংক্রমণ হওয়ার পর ভারতের বিরাট সংখ্যক জনগোষ্ঠীর মধ্যে স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এর সঙ্গে ছিল ভ্যাকসিনের দুটি ডোজ। ফলত সংক্রমিত হলেও আক্রন্ত ব্যক্তির শারীরিক উপসর্গ অনেকটাই কম। তাই সেই সময়ে ১০ দিনের হোম আইসলেশন বা নিভৃতবাসের গাইডলাইন প্রকাশ করা হয়।

তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর করোনা আক্রান্ত চিকিৎসকদের হোম আইসলেশন বা বাড়িতে নিভৃতবাসের সময়ও ১০ দিন করেছে। অর্থাৎ এক বছর আগের নিয়ম মেনে চলছে। যে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী কোভিড পজিটিভ হচ্ছেন তাঁদের আইসোলেশন সময়সীমা ১০দিন করেছে। তবে নতুন বছরের শুরুতে করোনা সংক্রমণ বাড়লেও দ্রুত সুস্থ হচ্ছে বলে আইসিএমআরের পর্যবেক্ষণ।

আইসিএমআরের সহ অধিকর্তা ডা সমীরন পান্ডার কথায়, “নিভৃতবাসের সময় ১০ দিন থেকে কমিয়ে এক সপ্তাহ করার পরিকল্পনা রয়েছে। কারণ সংক্রমণ দ্রুত ছড়ালেও ভাইরাসের মারণ ক্ষমতা ক্রমশ কমছে। বলা যায় মানব সভ্যতার কাছে ভাইরাস ক্রমশ পরাজিত হচ্ছে। তাই হোম আইসলেশন এক সপ্তাহের মধ্যে রেখে দেওয়া যায় কি না তা নিয়ে পর্যালোচনা চলছে। তবে হাসপাতালে ভরতি বা কোমর্বিডিটি থাকলে এই নিয়ম খাটবে না তা বলাই বাহুল্য।”