Dusu Election Result Abvp Bags Three Seats Out Of Four Posts

Dusu Election Result : দিল্লি বিশ্ববিদ্যালয়ে ফের গেরুয়া ঝড়

দিল্লি বিশ্ববিদ্যালয়ের (Delhi University) ছাত্র সংসদ নির্বাচনে বিপুল জয় ছিনিয়ে নিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। চারটি আসনের মধ্যে তিনটিতেই জিতল এবিভিপি। সান্তনা পুরস্কার জুটেছে কংগ্রেসের (Congress)। একটিমাত্র আসনে জয়লাভ করেছে তারা। ছাত্র সংসদের চারটি পদের জন্য মোট ২৪ জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছিলেন। শনিবার সন্ধ্যায় কাউন্টিং শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন এবিভিপি সদস্যরা।

শনিবার সন্ধ্যায় কাউন্টিং শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন ABVP সদস্যরা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের পোস্টগুলির মধ্যে সভাপতি পদে জয়ী হয়েছেন ABVP-র তুষার দেধা। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের হিতেশ গুলিয়াকে পরাজিত করেছেন তিনি। তুষার দেধা পেয়েছেন ২৩ হাজার ৪৬০ ভোট। অপরদিকে, কংগ্রেস ছাত্র সংগঠনের প্রার্থীর প্রাপ্ত ভোট ২২ হাজার ৩৩১। সম্পাদক নির্বাচিত হয়েছেন ABVP-র অপরাজিতা। তিনি পেয়েছেন ২৪ হাজার ৫৩৪টি ভোট। যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন সচিন বৈসলা। তাঁর প্রাপ্ত ভোট ২৪ হাজার ৯৫৫। সান্ত্বনা পুরস্কার হিসেবে কংগ্রেসের ছাত্র সংগঠনের প্রার্থী অভি দহিয়া পেয়েছেন সহ সভাপতির পদ।

চলতি নির্বাচনে ভোট দিয়েছেন মূল ক্যাম্পাসের পাশাপাশি দিল্লি বিশ্ববিদ্যালেয়ের অধীনে থাকা ৫২টি কলেজের ছাত্র-ছাত্রীরা। ইভিএমের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন প্রায় ১ লক্ষ পড়ুয়া। জানা গিয়েছে, চলতি বছরের ছাত্র সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৪২ শতাংশ। উল্লেখ্য, করোনা অতিমারির মধ্যে ২০২০ এবং ২০২১ সালে কোনও ভোটগ্রহণ সম্ভব হয়নি।এর আগে ২০১৯ সালে শেষবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন হয়েছিল। সে বছরও চারটি পদের মধ্যে সংসদের তিনটি পদে জয় পেয়েছিল ABVP। এ বছর যেন তার রিপিট টেলিকাস্ট হল।