ভাল আইনজীবী হওয়ার জন্য একজন ভাল ব্যক্তি হওয়ার গুরুত্বের উপর জোর দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচুড়। এরই সঙ্গে আইনি পেশায় লিঙ্গ বৈষম্য দূর করার দিকেও জোর দেন তিনি। শনিবার, ব্যাঙ্গালুরুতে National Law School of India University-র ৩১তম বার্ষিক সমাবর্তনে যোগ দেন দেশের প্রধান বিচারপতি।সেখানেই আইনের স্নাতকদের উদ্দেশে তিনি একাধিক পরামর্শ দেন। কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষার করার কথা বলেন তিনি।
পেশাদার এবং ব্যক্তিজীবনের মধ্যে তুলনা টানতে গিয়েই প্রথম বারের জন্য নিজের প্রয়াত স্ত্রীর কথা সর্বসমক্ষে বলেন প্রধান বিচারপতি। তিনি বলেন, “পেশায় আইনজীবী আমার প্রয়াত প্রথম স্ত্রী যখন একটি ল ফার্মে কাজের জন্য গিয়েছিলেন, তখন তিনি প্রশ্ন করেছিলেন, সেখানে কত ক্ষণ কাজ করতে হবে? তাঁকে বলা হয়, ৩৬৫ দিন ২৪ ঘণ্টাই তাঁকে কাজ করতে হবে। আমার প্রাক্তন স্ত্রীকে বলা হয়েছিল, পরিবারের সঙ্গে সময় কাটানোর ফুরসত মিলবে না।”
আরও পড়ুন: Chandrayaan-3: সফল অভিযান চন্দ্রযান-৩, বিশ্বের প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরু জয় ভারতের
এই প্রসঙ্গেই তিনি জানান, তাঁর প্রাক্তন স্ত্রীকে বলা হয়েছিল, এমন এক জন স্বামী খুঁজুন, যিনি সংসারের সব কাজ করতে পারবেন। প্রসঙ্গটির উল্লেখ করেই তিনি আইনি পেশা গ্রহণ করতে চলা পড়ুয়াদের উদ্দেশে জানান, কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করা খুব জরুরি। নিজের আরও একটি অভিজ্ঞতার কথা জানিয়ে প্রধান বিচারপতি বলেন, “গত বছর আমায় কিছু মহিলা ল ক্লার্ক বলেন, আমাদের ঋতুচক্র চলছে। আমি তাঁদের বলি, বাড়ি থেকে কাজ করুন এবং শরীরের যত্ন নিন।” প্রতিষ্ঠানে সকলের জন্য সমানাধিকার সুনিশ্চিত করতে এই কথোপকথন জরুরি বলে জানান তিনি।
এরই সঙ্গে তিনি জানান, সুপ্রিম কোর্টে মহিলা শৌচালয়ে, সুবিধার কথা ভেবে, স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আইনজীবীর পরিবারের নয় এমন অনেকেই এই পেশায় আসছেন। ভালো আইনজীবী হওয়ার আগে ভালো মানুষ হতে হবে। নিজের পেশার প্রতি আরও বেশি করে মনোযোগ এবং দায়িত্ব দিতে হবে। আর এখন এটাও অনিবার্য এবং সুস্পষ্ট সত্য যে আমাদের পেশাটি আরও বেশি সংখ্যক মহিলা আইনজীবীদের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে যারা সমাজকে পরিবর্তন করতে চলেছেন।’
আরও পড়ুন: Crime News: ‘পুত্রবধূকে শয্যাসঙ্গিনী করতে চাই’, স্বামীর মুখে ‘কুকথা’ শুনে গলা কাটল স্ত্রী