রবিবার দুপুরে হঠাৎ কেঁপে উঠল রাজধানী দিল্লি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। তারা জানিয়েছে বিকেল ৪টে বেজে ৮ মিনিটে কয়েক মুহূর্তের জন্য কেঁপে ওঠে রাজধানী। এই নিয়ে দু’সপ্তাহের মধ্যে তৃতীয় বার ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে।
রবিবার বিকেল ৪:০৮ নাগাদ ভূমিকম্প হয়েছে। এবং সেটি ঘটেছে ভূতল থেকে ১০ কিমি গভীরে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, হরিয়ানার ফরিদাবাদের ৯ কিমি পূর্বে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে, ওই সমস্ত অঞ্চলের মানুষেরা আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন।
আরও পড়ুন: Caste Census: কংগ্রেসশাসিত রাজ্যগুলিতেও জাতিভিত্তিক সমীক্ষার সিদ্ধান্তে সিলমোহর রাহুলের
Earthquake of Magnitude:3.1, Occurred on 15-10-2023, 16:08:16 IST, Lat: 28.41 & Long: 77.41, Depth: 10 Km ,Location: 9km E of Faridabad, Haryana, India for more information Download the BhooKamp App https://t.co/bTcjyWm0IA @KirenRijiju @Dr_Mishra1966 @moesgoi @Ravi_MoES pic.twitter.com/gG5B4j3oBs
— National Center for Seismology (@NCS_Earthquake) October 15, 2023
এর আগে গত ৩ অক্টোবর দিল্লি-এনসিআরের বাসিন্দারা কম্পন অনুভব করেছিলেন। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬.২। ভূমিকম্পের কেন্দ্র ছিল নেপালে। ন্যাশনাল সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, কাঠমাণ্ডু থেকে ৭০০ কিলোমিটার পশ্চিমে বজাং জেলার তালকোট এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
তারও আগে গত ১ অক্টোবর হরিয়ানার রোহতক এলাকায় ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে মাত্রা ছিল ২.৬। সেবারও দিল্লি-এনসিআর-সহ একাধিক অঞ্চল কেঁপে উঠেছিল।
আরও পড়ুন: Narendra Modi: দিদির পর এবার গান লিখলেন মোদী! মিউজিক ভিডিও মুক্তি পেল দেবীপক্ষের সকালে