EPFO clears Aadhaar no longer valid as date of birth proof

Aadhaar: আধার কার্ড আর জন্ম তারিখের প্রমাণপত্র নয়, জানিয়ে দিল EPFO

ইপিএফওতে আধার কার্ডের জমানা শেষ। জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে আর আধার কার্ড দেওয়া যাবে না এম্পেয়িজ প্রভিডেন্ট ফান্ডের নথিতে। এসপ্তাহেই একটি নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে ইপিএফও। তাহলে এখন থেকে জন্ম তরিখের প্রমাণপত্র হিসেবে কী দেওয়া যাবে তাও জানিয়ে দেওয়া হয়েছে।ইপিএফওর তরফে গত ১৬ জানুয়ারি  এক নির্দেশিকায় বলা হয়েছে ইউআইডিআইয়ের তরফে একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে জন্ম তারিখের প্রামণপত্র হিসেবে আধার কার্ডকে সরিয়ে দিতে হবে। ফলে এখন থেকে আধার কার্ডকে আর প্রামান্য নথি হিসেবে ব্যবহার করা হবে না।

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, আধার কার্ডকে জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে বিবেচনা করছিলেন উপভোক্তাদের একাংশ। আধার কার্ডকে কোনও ব্যক্তির পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু ২০১৬ সালের আধার আইন অনুযায়ী, আধার কার্ডকে জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা যায় না।

তাহলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের জন্য কোন কোন নথিকে জন্মতারিখের বৈধ প্রমাণপত্র হিসেবে বিবেচনা করা হবে? ১) রেজিস্ট্রার অফ বার্থস অ্যান্ড ডেথসের প্রদান করা জন্ম শংসাপত্র (বার্থ সার্টিফিকেট), ২) স্বীকৃতি কোনও সরকারি বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মার্কশিট (মাধ্যমিকের মার্কশিটের মতো), ৩) প্যানকার্ড, ৪) সরকারের দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট, ৫) সংশ্লিষ্ট ব্যক্তির স্কুল ছেড়ে দেওয়ার সার্টিফিকেট বা স্কুল ট্রান্সফার সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেট।

কেন্দ্র সরকার বর্তমানে অধিকাংশ সরকারি কাজের ক্ষেত্রেই আধার বাধ্যতামূলক করার দিকে এগোচ্ছে। সেখানে জন্মের প্রমাণপত্রের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কেন? অনেকেই সংশয়ে। তবে সূত্র বলছে, UIDAI আধারের জন্য দেওয়া ব্যক্তির জন্ম তারিখ সঠিক কিনা সেটা যাচাই করে না। আধার কর্তৃপক্ষ বলছে, কোনও ব্যক্তির জমা দেওয়া নথির ভিত্তিতেই জন্ম তারিখের উল্লেখ করা হয় আধারে। কিন্তু সেই ব্যক্তি যে জন্ম তারিখের প্রকৃত তথ্যই দিচ্ছেন, তার গ্যারেন্টি আধার কর্তৃপক্ষও দেয় না।

https://www.thenewsnest.com/india-epfo-clears-aadhaar-no-longer-valid-as-date-of-birth-proof/