শনিবার সপ্তম দফা নির্বাচনের মধ্যে দিয়ে মিটল অষ্টাদশ লোকসভা লোকসভা ভোট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ মিটতেই সামনে এল বুথ ফেরত সমীক্ষার ফলাফল। একাধিক বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত করছে যা ইঙ্গিত তাতে সর্বভারতীয় স্তরে বিরোধী জোট ইন্ডিয়ার তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। শুধু তা নয়, মোটামুটি ভাবে অধিকাংশ বুথ ফেরত সমীক্ষার দাবি, অনায়াসে তৃতীয় বারের জন্য সরকার গঠন করতে চলেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি তথা এনডিএ। তবে যে স্বপ্ন নিয়ে নরেন্দ্র মোদী এবার প্রচারে নেমেছিলেন তা অধরাই থাকছে। অর্থাৎ ৪০০ পার করতে পারছে না বিজেপি।
PMARQ EXIT Poll-এর অনুমান:
NDA: ৩৫৯
I.N.D.I.A: ১৫৪
অন্যান্য: ৩০
Republic Matrize EXIT Poll-এর অনুমান:
NDA: ৩৫৩ থেকে ৩৬৮
I.N.D.I.A.: ১১৮ থেকে ১৩৩
অন্যান্য: ৪৩ থেকে ৪৮
দৈনিক ভাস্কর:
NDA: ২৮৫-৩৫০
I.N.D.I.A.: -১৪৫-২০১
অন্যান্য-৩৩-৩৯
ইন্ডিয়া নিউজ-ডি-ডায়নামিকস:
এনডিএ-৩৭১
I.N.D.I.A.: ১২৫
অন্যান্য-৪৭
জান কি বাত:
NDA: ৩৬২-৩৯২
I.N.D.I.A. ১৪১-১৬১
অন্যান্য-১০-২০
রিপাবলিক ভারত-ম্যাট্রিজ
NDA: ৩৫৩-৩৬৮
I.N.D.I.A.:-১১৮-১৩৩
অন্যান্য-৪৩-৪৮
উল্লেখ্য, বুথ ফেরত সমীক্ষা থেকে জনমতের একটা আভাস অবশ্যই পাওয়া যায়। তা থেকে ভোট শতাংশের ট্রেন্ড মোটামুটি ভাবে আন্দাজ করা সম্ভব। তবে ভোট শতাংশ থেকে আসন সংখ্যা বের করার প্রক্রিয়া জটিল। সেখানেই অনেক সময়ে ত্রুটি থেকে যায়। তবে আসল ভোটের রেজাল্ট ৪ জুন।