Flight of Sheikh Hasina left Hindon Airbase

Sheikh Hasina গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেস ছাড়ল হাসিনার বিমান

অগ্নিগর্ভ বাংলাদেশ ছেড়ে ভারতে এসেছেন শেখ হাসিনা। সোমবার সন্ধ্যায় গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে নামে তাঁর বিশেষ বিমান। মুজিবকন্যা কি ভারতেই থাকবেন, নাকি লন্ডনে উড়ে যাবেন? এনিয়ে জল্পনা তুঙ্গে। এই পরিস্থিতিতে সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৯টা নাগাদ হিন্ডন এয়ারবেস ছেড়েছে বাংলাদেশ বায়ুসেনার সি-১৩০জে পণ্যবাহী বিমানটি। তবে, সেই বিমানে হাসিনা রয়েছেন কি না, তা স্পষ্ট নয়। ভারত ছেড়ে এবার কোথায় যেতে পারেন তিনি, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।
অসমর্থিত সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা। কিন্তু ব্রিটেন থেকে এখনও সবুজ সঙ্কেত মেলেনি। সেই কারণেই আরও কিছু দিন তাঁকে ভারতে থাকতে হবে বলে মনে করা হচ্ছে।

সূত্রের আরও দাবি, ব্রিটেন ‘না’ করে দিলে কোথায় যাবেন, তা-ও ভেবে দেখছেন হাসিনা। লন্ডনে না গেলেও ইউরোপেই থাকতে চান তিনি। হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন। তাঁর কন্যা সাইমা ওয়াজেদ থাকেন দিল্লিতে। তবে হাসিনার বোন রেহানার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। তাঁর কন্যা ব্রিটেনের সংসদের সদস্য। ফলে রেহানার ব্রিটেনে যেতে সমস্যা হওয়ার কথা নয়। মনে করা হচ্ছে, তিনি আগেই ব্রিটেনে চলে যাবেন। তবে হাসিনা কী করবেন, এখনও স্পষ্ট নয়।

শেষ সময়েও অতিরিক্ত বলপ্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা। দেশ ছাড়ার আগে গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি। তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না। পরে পরিবারের সদস্যরাসহ বোঝানোর পর পদত্যাগে রাজি হন। এরপর দ্রুততম সময়ে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা।