তরুণ মজুমদারের বিখ্যাত ছবি ‘ঠগিনী’-র গল্প অনেকেরই জানা৷ সুবোধ ঘোষের লেখা কাহিনী অবলম্বনে তৈরি ছবিতে ঠগিনীর চরিত্রে অভিনয় করা সন্ধ্যা রায় একের পর এক বিয়ে করে বরের সোনা দানা নগদ নিয়ে চম্পট দিতেন৷ বাস্তবেও এবার ফিরে এল ঠগিনীর সেই গল্প৷ তবে এবার কোনও মহিলা নন, পনেরোটি বিয়ে করে একের পর এক মহিলাকে প্রতারণার ফাঁদে ফেলেছে এক ব্যক্তি৷
ডেটিং সাইটের মাধ্যমে মহিলাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে মহেশ কে বি নায়ক নামের বছর ৩৫-এর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাইসোর পুলিশ। তদন্তে জানা গিয়েছে ওই যুবকের চার সন্তানও রয়েছে। মাইসোর সিটি পুলিশ রবিবার ডাক্তার, ইঞ্জিনিয়ার পরিচয়ে ডজনের বেশি মহিলা বিয়ে করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি ডাক্তার, ইঞ্জিনিয়ার পরিচয়ে ডেটিং সাইটে মহিলাদের সঙ্গে আলাপ জমিয়ে তাদের সঙ্গে প্রতারণায় সিদ্ধহস্ত ছিলেন।
আরও পড়ুন: Train Accident: ভাঙা চাকা নিয়ে ১০ কিমি ছুটল পবন এক্সপ্রেস, ট্রেন থামিয়ে দুর্ঘটনা এড়ালেন যাত্রীরা
চলতি বছরের শুরুতে মাইসুরুতে এক ইঞ্জিনিয়ার তরুণীকে বিয়ে করেন মহেশ। তিনি মহেশের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। ওই তরুণীর পাশাপাশি আরও এক মহিলাও মহেশের বিরুদ্ধে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে মহেশের খোঁজ শুরু করে পুলিশ। টুমকুরু থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছে। সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিয়ের জন্য একটি অনলাইন সাইটে ভুয়ো প্রোফাইল খুলেছিলেন মহেশ। কখনও তিনি নিজেকে চিকিৎসক, কখনও ইঞ্জিনিয়ার বলে পরিচয় দিতেন। যখন চিকিৎসক বলতেন নিজেকে, তখন টুমকুরুতে ভুয়ো ক্লিনিক খুলেছেন। এক জন নার্সও নিয়োগ করতেন। অনেকেই মহেশের ফাঁদে পা দিতেন। তবে অনেকের মনে তাঁর ভুল ইংরেজি নিয়ে প্রশ্ন দেখা দিত। তখন তাঁরা সরে যেতেন। বেশিরভাগ মহিলা সামাজিক কলঙ্কের ভয়ে অভিযোগ দায়ের করা থেকে বিরত থাকেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, তদন্তে জানা গেছে যে নায়কের বাবা তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাও দায়ের করেছিলেন।
আরও পড়ুন: Vande Bharat Express: রং দে তু মোহে গেরুয়া! রাতারাতি বন্দে ভারতের রঙ বদল