জি-২০ শীর্ষ বৈঠকের জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার এতটাই আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করছে যে শনিবার দিল্লির এয়ারস্পেসই এক প্রকার বন্ধ (Delhi airspace closed) করে দেবে। অর্থাৎ জরুরি প্রয়োজন ছাড়া কোনও বাণিজ্যিক বিমান বা কার্গো কিংবা সরকারি কোনও বিমানকে দিল্লিতে নামতে দেওয়া হবে না। এ হেন পরিস্থিতিতে শনিবারের নৈশভোজ অনুষ্ঠানের জন্য শুক্রবারই দিল্লিতে পৌঁছে যেতে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীদের (Mamata Banerjee enter Delhi Friday)।
জি-২০ সম্মেলনে অংশ নিতে বিভিন্ন বিদেশী প্রতিনিধি দলের সদস্যরা নতুন দিল্লিতে আসতে শুরু করেছেন। সর্বাগ্রে এসেছেন নাইজেরিয়ার রাষ্ট্রপতি বোলা আহমেদ তিনুবু। আর বৃহস্পতিবার সকালে দিল্লিতে এসেছেন মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগন্নাথ। শুক্রবার ভারতে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বাইডেনের পাশাপাশি আমেরিকা থেকে উড়ে আসছে আমেরিকার প্রেসিডেন্টের সরকারি গাড়ি ‘দ্য বিস্ট’। ভারত সফরের সময় বাইডেন এই বিলাসবহুল ক্যাডিলাক গাড়়ি চড়েই ভ্রমণ করবেন। ‘দ্য বিস্ট’ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও নিরাপদ গাড়ি হিসেবে পরিচিত। বুলেট প্রতিরোধী এই গাড়ি সব সময় বাইডেনের নিরাপত্তারক্ষীদের পাহারায় থাকে। দিল্লিতেও এই গাড়ির জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: Crime News: ভিন সম্প্রদায়ের প্রেমিকের সঙ্গে ফোনে কথা, কিশোরীকে কুপিয়ে খুন বাবা-দাদার
বাইডেন-সহ অন্যান্য বিদেশী প্রতিনিধিদের আগমন ঘিরে চরম ব্যস্ততা দিল্লি জুড়ে। কড়া ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের সব থেকে বাইরের স্তরে থাকবে আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো এবং সবচেয়ে ভিতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের গোপন আধিকারিকরা।
নাগরিকদের গতিবিধিতেও থাকছে নিয়ন্ত্রণ। এমনকি, সম্মেলনের কথা মাথায় রেখে বন্ধ রাখা হচ্ছে একাধিক রাস্তা, শপিং মল, সিনেমা হল। নিয়ন্ত্রিত এলাকায় চলবে না কোনও সাইকেল, মোটরবাইক, গাড়ি। এমনকি সপ্তাহান্তে প্রাতর্ভ্রমণে যেতেও বারণ করেছে পুলিশ।
আরও পড়ুন: G20 Summit: G-20 ডিনারে খাবার দেওয়া হবে সোনা-রুপোর থালা-বাটিতে, দেখুন Video