বছরখানেক আগে ভারতের ধনীতম শিরোপা হাতছাড়া হয়েছিল। হিন্ডেনবার্গ রিপোর্টের জেরে হুহু করে কমছিল সম্পদের পরিমাণ। তবে বছর ঘোরার সঙ্গে পালটেছে সময়। ফের দেশের ধনীতম ব্যক্তি হলেন গৌতম আদানি। ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন মুকেশ আম্বানি। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ অনুযায়ী প্রকাশ্যে এসেছে এই পরিসংখ্যান। সম্প্রতি হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৪-এর ধনকুবেরদের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান থেকে শিল্পপতি গৌতম আদানি, মুকেশ আম্বানি প্রমুখ।
হুরুনের ধনীদের তালিকায় রয়েছে ৬২ বছর বয়সী গৌতম আদানি ও তাঁর পরিবার, এই বছরে তালিকার শীর্ষে রয়েছে। ‘গত বছরের তুলনায়. তাঁদের সম্পত্তির পরিমাণ বেড়েছে ৯৫ শতাংশ’, বলছে হুরুন লিস্ট। বর্তমানে গৌতম আদানি ১,১৬১, ৮০০ কোটির মালিক। দেখা যাচ্ছে গত ৫ বছরে তাঁর সম্পত্তির পরিমাণের বৃদ্ধিও নজরকাড়া। শেষ ৫ বছরে বর্ধিত সম্পত্তির পরিমাণের নিরিখে দেশের সেরা ১০ এর তালিকায় এসেছেন গৌতম আদানি।
হুরুনের তালিকা বলছে, ‘ আদানি বন্দর ৯৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, উন্নত ব্যবহারের মাত্রা এবং নতুন বন্দর এবং কন্টেইনার টার্মিনালের প্রস্তাবিত অধিগ্রহণের কারণে। ইতিমধ্যে, শক্তি-কেন্দ্রিক সংস্থাগুলি-আদানি এনার্জি, আদানি গ্যাস, আদানি ট্রান্সমিশন, এবং আদানি পাওয়ার- শেয়ারের দাম গড়ে ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।’’
এই তালিকায় মোট ১৫৩৯ জন ভারতীয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমস্ত ব্যক্তির সম্পদের পরিমাণ এক হাজার কোটি টাকার বেশি। এই তালিকায় শীর্ষে রয়েছে গৌতম আদানির নাম, আর মুকেশ আম্বানির নাম দ্বিতীয় স্থানে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এইচসিএল-এর শিব নাদার নাম। তার মোট সম্পদের পরিমাণ ৩১৪,০০০ কোটি টাকা। চতুর্থ স্থানে রয়েছে সাইরাস পুনাওয়ালার নাম। তার মোট মূল্য ২,৮৯,৯০০ কোটি টাকায় পৌঁছেছে। তালিকার পঞ্চম স্থানে রয়েছে সান ফার্মার দিলীপ সাঙ্ঘভির নাম, যিনি মোট ২,৪৯,৯০০ কোটি টাকার মালিক। কুমার মঙ্গলম বিড়লা এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছেন এবং তার মোট মূল্য ২৩৫,২০০ কোটি টাকা পৌঁছেছে। তালিকার ১০ম স্থানে রয়েছে নীরজ বাজাজের নাম, যার মোট মূল্য ১৬২,৮০০ কোটি টাকা।