ভ্যালেনটাইনস ডে’র আগে গরুকে নিয়ে আলোচনার শেষ হচ্ছেই না। এর আগে কেন্দ্রীয় সংস্থা ‘অ্যানিম্যাল ওয়েলফেয়ার বোর্ড অব ইন্ডিয়া’ (এডব্লুবিআই)-এর তরফে দাবি জানানো হয়েছিল, ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘গরু আলিঙ্গন দিবস’ হিসাবে পালন করতে হবে। তার পর থেকেই গরু লাইম লাইটে। শুরু হয় এমন প্রস্তাব নিয়ে নানা ধরনের আলোচনা। কেউ বলেন, এটি একেবারেই অপ্রয়োজনীয়। কেউ আবার এর পিছনের বিজ্ঞানের ভূমিকার কথাও বলেন। যদিও এর পরে কেন্দ্রীয় সংস্থার তরফে এই আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু তাতেও থামছে এই প্রসঙ্গ। এবার সেই প্রসঙ্গে চর্চার নতুন বিষয় জুগিয়ে দিলেন কেন্দ্রীয় পশুপালনমন্ত্রী পুরুষোত্তম রূপালা। তাঁর বক্তব্য, গরুর যত্ন নিলে, গরুও আপনার খেয়াল রাখবে।
উত্তরপ্রদেশের গ্লোবাল ইনভেস্টর্স সামিটে (GIS-23) কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী বক্তব্য রাখছিলেন। উদ্দেশ্য ছিল, উত্তরপ্রদেশের পশুপালন ক্ষেত্রে বিনিয়োগে উৎসাহ দান। সেখানে দুগ্ধজাত দ্রব্য এবং পশুপালনের নানারকম সম্ভাবনার কথা আলোচনা করছিলেন রূপালা (Purushottam Rupala)। সেই সভাতেই শ্রীকৃষ্ণের বার্তা স্মরণ করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন,”ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, যাঁরা গরুর যত্ন নেন, গরুও তাঁদের খেয়াল রাখে। বিশ্বকে দেওয়া ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক।”
আরও পড়ুন: Adani Wilmar: পাঁচ বছরের GST ফাঁকির অভিযোগ, এবার আদানির সংস্থার বিরুদ্ধে তদন্তে কংগ্রেস সরকার
গ্লোবাল ইনভেস্টর্স সামিটের মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, সেই মহাভারতের সময় থেকেই ভারতে যত্ন সহকারে গোপালন করা হয়। গোপালনে বিশেষ ভাবে উঠে আসে উত্তরপ্রদেশের গোকুলের নাম। কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, উত্তরপ্রদেশ গোপালনে বেশ সম্ভাবনাময় রাজ্য। তাঁর আশা, একদিন আন্তর্জাতিক স্তরে দুধ উৎপাদনে প্রথম সারিতে অবস্থান করবে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্য। সেই লক্ষ্যপুরণেই বিনিয়োগকারীদের সহায়তা চান তিনি।
আসলে বিজেপির (BJP) গো-প্রীতি নতুন কিছু নয়। কিছুদিন আগেই কেন্দ্রের তরফে ১৪ ফেব্রুয়ারি দিনটিকে ‘গো আলিঙ্গন দিবস’ হিসাবে ঘোষণা করা হয়েছিল। সেই নিয়ে বিস্তর বিতর্ক হয়। সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি শুরু হয়ে যায়। শেষে কেন্দ্রের পশুপালন বিভাগ সেই বিবৃতি প্রত্যাহার করতে বাধ্য হয়। সেসব নিয়ে বিতর্কের মধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী এবার শিল্প সম্মেলনে গিয়ে গো-প্রীতি দেখালেন।
আরও পড়ুন: Governor: লক্ষ্য ২০২৪ লোকসভা! একসঙ্গে ১২ রাজ্যে রাজ্যপাল বদলাল রাষ্ট্রপতি ভবন