Global Investors Summit 2023: Modi in Lucknow at Yogi's industrial conference, Ambani next to him, Adani not

Global Investors Summit 2023: যোগীর শিল্প সম্মেলনে লখনউয়ে মোদী, পাশে আম্বানি, নেই আদানি

গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এর(Global Investors Summit 2023) উদ্বোধন করতে আজ উত্তরপ্রদেশ সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর উপস্থিতির খবর নিশ্চিত করা হয়েছে প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই সামিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এই ধরনের শিল্প সম্মেলনে তো বটেই, এমন মঞ্চে প্রধানমন্ত্রীর পাশে গৌতম আদানির উপস্থিতি বেশি করে চোখে পড়ত। কিন্তু লখনউয়ে প্রধানমন্ত্রীর পাশে এই শিল্পপতিকে দেখা যায়নি। গত বছর গৌতম আদানি উত্তরপ্রদেশের শিল্প সম্মেলনে নিজে হাজির থেকে ৭০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব পেশ করেন। বলেন, এরফলে ৩০ হাজার লোকের কর্মসংস্থান হবে। এবার আদানিদের না থাকার প্রসঙ্গে সরকারি কর্তারা মুখ খোলেননি। সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ সংস্থা জানিয়েছে, ‘গৌতম আদানি-সহ আদানিদের কেউ উদ্বোধনী অনুষ্ঠান-সহ সম্মেলনে থাকছেন না। এর কারণ বলতে পারব না।’

আরও পড়ুন: Rahul Gandhi: প্রধানমন্ত্রীর সঙ্গে আদানির সম্পর্ক কী? সংসদে প্রশ্ন তুলতেই রাহুলকে থামিয়ে দিলেন স্পিকার

মনে করা হচ্ছে, চলতি বিতর্কের কারণেই এবারের সম্মেলনে সামনের সারিতে নেই আদানিরা। আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা শেয়ার জালিয়াতির অভিযোগ ঘিরে অস্থিরতা এখনও দূর হয়নি। বিরোধীরা স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদানিদের মদত করার অভিযোগ তুলেছে।

তবে আদানি না থাকলেও আছেন রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি-সহ দেশের প্রথমসারির শিল্পপতি ও বিনিয়োগ সংস্থার কর্তারা।

আরও পড়ুন: Politics Of Renaming: ‘লখনউ’-এর নাম বদলে ‘লক্ষ্মণ নগরী’ করার ইঙ্গিত বিজেপির