ফের বড় খবর মধ্যবিত্তের জন্য কেননা শহর কলকাতা ২২ ও ২৪ ক্যারাট সোনার দামে (Gold Price Today) পতন লক্ষ করা গিয়েছে ৷
প্রতি গ্রামে নতুন দাম সোনার (Kolkata Gold Price Today), আগের থেকে আরও সস্তা হয়েছে মধ্যবিত্তের এই প্রিয় ধাতু ৷ সপ্তাহের তৃতীয় কর্মদিবসে ভারতীয় বাজারে ২৭৬ টাকা বা ০.৫৪ শতাংশ থেকে বেড়ে দাঁড়িযেছে ৫১,৬৬৫ টাকা।
২২ ক্যারাট সোনার পাশাপাশি ২৪ ক্যারাট সোনার দামের (22 Carat Gold Price in Kolkata) ক্ষেত্রেও লক্ষ্য করা গিয়েছে বড়সড় পতন ৷২৪ ক্যারাট সোনার দাম (24 Carat Gold Price in Kolkata) ১ গ্রামের দাম ৫,১৬৭ টাকা (কমেছে ৪৩ টাকা), ৮ গ্রামের দাম ৪১,৩৩৬ টাকা (কমেছে ৩৪৪ টাকা) ৷
১০ গ্রামের দাম ৫১,৬৭০ টাকা (কমেছে ৪৩০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,১৬,৭০০ টাকা (কমেছে ৪,৩০০ টাকা) ৷ সব মিলিয়ে মধ্যবিত্তের জন্য বুধবার অত্যন্ত ভাল দিন কেননা ২২ ও ২৪ ক্যারাট সোনায় (Gold Price in Kolkata) সব মিলিয়ে প্রায় সাড়ে ৯ হাজার টাকা সস্তা হয়েছে ৷
রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের আবহে সম্প্রতি ভারতে ১০ গ্রাম সোনার দাম ৫৫,৫৫৮ টাকায় পৌঁছে গিয়েছিল। সেটাই আপাতত চলতি বছরে ভারতের সর্বোচ্চ দাম{ সেই স্তর থেকে ৪,০০০ টাকার মতো কম আছে। বিশ্ব বাজারে সোনার দাম কিছুটা কমেছে। এক আউন্স স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১,৯১৮.২৯ ডলার। এক আউন্স মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ০.২ শতাংশ কমে ১,৯১৮.৪ ডলারে ঠেকেছে।