Gold Price Today: Yellow metal prices edge up as Dollar rally eases, check gold rate in your city

Gold Price Today : আজ আবারও বাড়ল সোনার দর, জানুন ১০ গ্রামের লেটেস্ট দাম….

বুধবার কিছুটা ঘুরে দাঁড়াল সোনা। মঙ্গলবার বিশ্ব বাজারে ছ’মাসের সর্বনিম্ন স্তরে নেমে গিয়েছিল হলুদ ধাতু। সেখান থেকে সপ্তাহের তৃতীয় কর্মদিবসে এক আউন্স স্পট গোল্ডের দাম ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১,৭৭০.৭১ ডলার। যা মঙ্গলবার ২.৩ শতাংশ কমে ১.৭৬৭.৫৩ ডলারে ঠেকেছিল। অর্থাৎ গত বছরের ডিসেম্বরের পর সবথেকে সস্তা হয়ে গিয়েছিল।

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে বুধবার সকালে ২৪ ক্যারেট সোনার দাম ১১৫ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫১,৪১৭ টাকা হয়েছে ৷ এদিন মার্কেট শুরুর সময় সোনার দাম ছিল ৫১,৩৮২ টাকা ৷ তবে চাহিদা বাড়ার জেরে এবং সাপ্লাইয়ে প্রভাব পড়ার জেরে শীঘ্রই দাম বেড়ে ৫১,৪০০ টাকা হয়ে গিয়েছে ৷

আরও পড়ুন: UP Politics: নজর ২০২৪! সমাজবাদী পার্টির সমস্ত পদ বাতিল অখিলেশ যাদবের

একদিন আগেই রুপোর দামে বড় পতন দেখা গিয়েছে ৷ ৫৭ হাজার টাকার নীচে রয়েছে রুপোর দাম ৷ এমসিএক্সে এদিন সকালে রুপোর দাম ১১৮ টাকা পড়ে ৫৬,৭৪৭ টাকায় ট্রেড করছে ৷ এর আগে মার্কেট খোলার সময় রুপোর দাম ছিল ৫৬,৯০০ টাকা ৷ কিন্তু চাহিদা কম থাকায় দাম অনেকটাই নীচে রয়েছে ৷ আগের দিন থেকে ০.২১ শতাংশ নীচে ট্রেডিং করছে রুপোর দাম ৷ মঙ্গলবার এমসিএক্সে রুপোর দাম প্রায় ৩ শতাংশ কমে গিয়েছে ৷

ভারতীয় বাজারের মতো গ্লোবাল মার্কেটে সোনা ও রুপোর দামে বিপুল ওঠা-নামা জারি রয়েছে ৷ মার্কিন বাজারে এদিন সকালে সোনার বর্তমান দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ১৭৭০.৭১ ডলার হয়েছে ৷ মঙ্গলবার দামে ২.৩ শতাংশের বড় পতন দেখা গিয়েছিল ৷ এর জেরে দাম ছিল প্রতি আউন্সে ১৭৬৭.৫৩ ডলার, যা ডিসেম্বর ২০২১-এর পর সবচেয়ে সর্বনিম্ন ৷

আরও পড়ুন: LPG Cylinder Price Hike: ফের বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের দাম! জানুন কলকাতায় LPG -র নয়া দর