পরপর তিনদিন সোনার দাম পতন অব্যাহত রয়েছে। যার কারণে মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে । ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের ধাক্কা কাটিয়ে অনেকটাই দাম কমেছে সোনার। সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় ছিল সকলেই। তবে স্বস্তি দিয় অনেকটাই দাম কমেছে সোনার।
সপ্তাহের শুরুতেই ভারতে ৫১,০০০ টাকার আরও কাছে চলে এল ১০ গ্রাম সোনার দাম। সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.২৩ শতাংশ বা ১১৭ টাকা শতাংশ কমে দাঁড়িয়েছে ৫১,২২৭ টাকা। একেবারে সামান্য বেড়েছে রুপোর দাম। এক কিলোগ্রাম রুপোর দাম ০.১৩ শতাংশ বা ৮৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬৬,৮২০ টাকা।
আরও পড়ুন: PM Modi On Matua: CAA নিয়ে নীরব! মতুয়াদের ‘এক ভারত, শ্রেষ্ঠ ভারত’-এর পাঠ মোদীর
গত শুক্রবারও কমেছিল সোনার দাম। গত সপ্তাহের শেষ কর্মদিবসে এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৩১০ টাকা কমে দাঁড়িয়েছিল ৫১,২৭৫ টাকা। গত মাসের (মার্চ) গোড়ার দিকে ১০ গ্রাম সোনার দাম ৫৫,৬০০ টাকায় পৌঁছে গিয়েছিল। যা ভারতে সর্বকালীন রেকর্ডের ক্ষেত্রে মাত্র ৬০০ টাকা কম ছিল। ২০২০ সালে অগস্টে ভারতে ১০ গ্রাম সোনার দাম ৫৬,১৯১ টাকায় পৌঁছে গিয়েছিল। সেই পরিস্থিতিতে সোনার দাম রেকর্ড তৈরি করবে বলে আশঙ্কায় করছিল বাজার। তবে স্বস্তি দিয়ে অনেকটাই কমে যায় সোনার দাম। আপাতত নেমে এসেছে ৫১,০০০ টাকার স্তরে।
বিশ্ব বাজারে সোনা এবং রুপোর দাম
বিশ্ব বাজারে সোনার দাম মোটামুটি অবিচল আছে। এক আউন্স স্পট গোল্ডের দাম দাঁড়িয়েছে ১,৯২২.৪৩ ডলার। আবার মার্কিন গোল্ড ফিউচার্সের দাম ০.২ শতাংশ বেড়ে ১,৯২৭.৫ ডলারে ঠেকেছে। অন্যদিকে, রুপোর দাম বেড়েছে। এক আউন্স স্পট সিলভারের দাম ০.১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪.৬৩ ডলার।
আরও পড়ুন: দুস্থদের বিনামূল্যে দেওয়া হচ্ছে ইফতার, প্রস্তুতি তুঙ্গে ১৮৩ বছর পুরানো নবাবী হেঁসেলে