Govt Employees Can Take Part In RSS Events, Decades-Old Ban Lifted

RSS-এর কাজে যোগ দিতে পারবেন সরকারি কর্মীরা, কেন্দ্র তুলল নিষেধাজ্ঞা

এবার থেকে সরকারি কর্মচারীরাও আরএসএস কার্যকলাপে অংশ নিতে পারবেন। ৫৮ বছর আগে সরকারি কর্মীদের আরএসএস এবং জামাত-ই-ইসলামিতে যোগদানের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্দিরা গান্ধীর সরকার। রবিবার সেই নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্র। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য নতুন বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে জানিয়েছেন, এবার থেকে সরকারি কর্মীদের আরএসএসে যোগ দিতে কোনও বাধা নেই।

এক্স হ্যান্ডেলে মালব্য(Amit Malviya) লেখেন, “১৯৬৬ সালে অসাংবিধানিকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছিল যে সরকারি কর্মচারীরা আরএসএসে যোগ দিতে পারবেন না। সেই নির্দেশ প্রত্যাহার করেছে মোদী সরকার। এমন আইন পাশ করাই উচিত ছিল না। আসলে আরএসএসের দাপটে আতঙ্কিত হয়ে পড়ে এই নিষেধাজ্ঞা জারি করেছিলেন ইন্দিরা গান্ধী(Indira Gandhi)।” তবে আরএসএসকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন বল্লভ ভাই প্যাটেল। সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

এক্স হ্যান্ডেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ লেখেন, “১৯৪৮ সালে গান্ধীজির হত্যার পরে আরএসএসকে নিষিদ্ধ করেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। কিন্তু পরে আরএসএস ‘শুধরে যাওয়া’র প্রতিশ্রুতি দিলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ১৯৬৬ সালে সরকারি কর্মচারীদের আরএসএসে যোগ দেওয়া নিষিদ্ধ করা হয়, অটলবিহারী বাজপেয়ীর আমলেও কার্যকরী ছিল সেই নিষেধাজ্ঞা। কিন্তু স্বঘোষিত নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রীর সঙ্গে আরএসএসের সম্পর্ক খারাপ হতেই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল। আমলারা এবার শুধু অন্তর্বাস পরে আসবেন মনে হয়। “

রাজ্যসভার TMC সাংসদ ডেরেক ও’ব্রায়েন নিজের একটি প্রতিবেদন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে শুরু করে উচ্চপদে সরকারি আধিকারিক নিয়োগ-সবক্ষেত্রেই সংঘঘনিষ্ঠদের প্রাধান্য দিচ্ছেন মোদি, এমনটাই তুলে ধরা হয়েছে ওই প্রতিবেদনে।