প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লেখা গান মনোনীত হল গ্র্যামি পুরস্কারের জন্য। ‘অ্যাবানডান্স অফ মিলেটস’ নামের গানটি চলতি বছর জুন মাসে মুক্তি পেয়েছিল। সেই গানে মিলেট তথা বাজরার গুণাগুণ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। তাঁর লেখা সেই গানই এবার সংগীত জগতের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পুরস্কারেত জন্য মনোনয়ন পেল।
বিশ্ব ক্ষুধা দূর করতে বাজরার গুণ কতটা, তা প্রচার করতেই বিশেষ গান ‘অ্যাবানডেন্স ইন মিলেটস’। প্রধানমন্ত্রীর লেখা ‘অ্যাবানডান্স অফ মিলেটস’ গানটি গেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ফালু ফাল্গুনী শাহ এবং তাঁর স্বামী গৌরব শাহ। সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে ২০২৪ সালের গ্র্যামি পুরস্কারের জন্য মনোনীত হয়েছে গানটি। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে সেকথা জানিয়েছেন দেশবাসীকে। এটা আসলে দীপাবলির উপহার, দাবি তাঁর।
मुझे बहुत संतोष है कि दीपावली के त्योहार पर जनकल्याण की हमारी योजनाओं से आज देश का हर घर रोशन है। #VocalForLocal https://t.co/yZFJDP5m58
— Narendra Modi (@narendramodi) November 10, 2023
এক সাক্ষাৎকারে মোদী প্রসঙ্গে ফাল্গুনী শাহ বলেন, ‘তাঁর জন্য লেখা এক জিনিস এবং তার সঙ্গে লেখা আরেক জিনিস। গানের মাঝখানে, আপনি তাঁর নিজের কণ্ঠে যে বক্তৃতা লিখেছেন এবং বর্ণনা করেছেন তা শুনতে পাবেন। যে কোনও শিল্পীর জন্য এটা একটা বড় সুযোগ।’
২০২৩ সালকে ‘বাজরার বছর’ বলে রাষ্ট্রপুঞ্জের তরফে ঘোষণা করা হয়েছিল আগেই। ভারতের তরফেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন গভর্নিং বডি এবং সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সদস্যদের দ্বারা সেই প্রস্তাব গৃহীত হয়। এই খাদ্যশস্যের উপকারিতা এবং গুণ বিশ্ববাজারে প্রচার করতে উঠেপড়ে লেগেছে ভারত সরকার।