GST on Popcorn: GST Council's popcorn taxation sparks backlash on social media

GST on Popcorn: পপকর্নেও GST! ফ্লেভার অনুযায়ী গুনতে হবে বেশি টাকা, মিমের বন্যা সোশ্যাল মিডিয়ায়

প্যাকেটজাত রেডি টু ইট পপকর্নের উপর ১২ শতাংশ জিএসটি ধার্য রয়েছে। অন্যদিকে ক্যারামেলাইজড পপকর্নের (Caramelized popcorn) উপর জিএসটি রয়েছে ১৮ শতাংশ। শনিবার জিএসটি কাউন্সিলের (GST Council) ৫৫ তম বৈঠকে জানানো হয়েছে, বর্তমানে লাগু হওয়া এই জিএসটি হারে কোনও পরিবর্তন আনা হবে না। আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা।

শনিবার ৫৫তম বৈঠকের পর জিএসটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, পপকর্নের উপর বর্তমানে লাগু হওয়া জিএসটি হারে কোনও পরিবর্তন হবে না। বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পপকর্নের উপর জিএসটি হার সম্পর্কে ব্যাখ্যা করেন। অর্থমন্ত্রী জানান, কিছু রাজ্যে নোনতা, ক্যারামেলাইজড, সাধারণ পপকর্নকে নোনতা হিসেবে ধরা হয়। ক্যারামেলাইজড পপকর্নে অতিরিক্ত চিনি ব্যবহৃত হয় বলে এর উপর করের হার আলাদা থাকছে।

বর্তমানে প্যাকেটজাত এবং লেবেলযুক্ত রেডি-টু-ইট পপকর্নের উপর ১২% জিএসটি ধার্য রয়েছে। ক্যারামেলাইজড পপকর্নের উপর করের হার ১৮%। অপরদিকে, প্যাকেট ছাড়া এবং লেবেলবিহীন নোনতা ও মশলা মেশানো পপকর্নের উপর মাত্র ৫% জিএসটি ধার্য করেছে কেন্দ্রীয় সরকার। জিএসটি কাউন্সিল জানিয়েছে, পপকর্নের বৈচিত্র্যপূর্ণ গুণাগুণ এবং প্রস্তুত প্রণালীর ওপর নির্ভর করে এই জিএসটির পার্থক্য ঠিক করা হয়েছে। শীঘ্রই একটি বিবৃতি জারি করা হবে যা গোটা বিষয়টিকে আরও স্পষ্ট করবে। এই ঘোষণার পরেই সামাজিক মাধ্যমে পপকর্নের উপর জিএসটি নিয়ে মিমের ঝড় তোলেন নেটিজেনরা।

তবে শুধু পপকর্ন নয়, পুরনো গাড়ির GSTও এর মধ্যে রয়েছে। পেট্রোল বা ডিজেল চালিত সেকেন্ড হ্যান্ড কোম্পানির গাড়ি বিক্রি করার ক্ষেত্রে ১৮% জিএসটি দিতে হবে শোরুমকে। যদি কেউ ব্যক্তিগতভাবে পুরনো গাড়ি কেনেন সে ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি দিতে হবে। চালের ক্ষেত্রেও কর ধার্য করা হয়েছে। ফর্টিফায়েড চালের ক্ষেত্রে ৫% জিএসটি দিতে হবে।তবে গোলমরিচ, কিসমিস বিক্রির ক্ষেত্রে চাষিকে কোনও কর দিতে হবে না।