Gujarat: Ruckus in residence of Bharatsinh Solanki, video of the Congress leader, his wife, and his alleged girlfriend’s scuffle goes viral

Congress: বান্ধবীর চুলের মুঠি ধরে পেটালেন বৌ, রাজনীতি থেকে সরলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী

সক্রিয় রাজনীতি থেকে সাময়িক বিরতি দিলেন কংগ্রেস নেতা ভরতসিং সোলাঙ্কি। সম্প্রতি গুজরাটের ওই কংগ্রেস নেতা একটি ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি The News Nest) ভাইরাল হয়ে গিয়েছিল। দাবি করা হচ্ছিল, কংগ্রেস নেতাকে ‘গার্লফ্রেন্ডের’ সঙ্গে ধরেছিলেন স্ত্রী।

সামনেই গুজরাতের বিধানসভা নির্বাচন। তার আগে সম্প্রতি ভরতসিং-এর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেই ভিডিয়ো তৈরি করেছেন তাঁরই স্ত্রী রেশমা পটেল। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একটি ঘরের দরজা ঠেলে ঢুকছেন রেশমা। সামনেই এক অল্পবয়সি মহিলাকে দেখে তেড়ে যাচ্ছেন তিনি। সেই সময় বাধা দেওয়ার চেষ্টা করেও রেশমাকে সামলাতে পারছেন না ভরতসিং। এর পরেই রেশমা ওই অল্পবয়সি মহিলার চুলের মুঠি ধরে পেটাচ্ছেন। পরে জানা যায়, রেশমার অভিযোগ, ওই মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে তাঁর রাজনীতিক স্বামী ভরতসিং-এর।

গুজরাতের রাজনীতিতে খুবই পরিচিত নাম ভরতসিং। বাবা মাধবসিং সোলাঙ্কি ছিলেন চন্দ্রশেখর সরকারের বিদেশমন্ত্রী। গুজরাতের মুখ্যমন্ত্রীও ছিলেন। আর ভরতসিং আনন্দ লোকসভা আসন থেকে ২০০৪ ও ২০০৯ সালে পর পর দু’বার সাংসদ হয়েছেন। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সময়ে কেন্দ্রের মন্ত্রীও থেকেছেন। কয়েক বছর গুজরাত প্রদেশ কংগ্রেসের সভাপতিও ছিলেন।

আরও পড়ুন: Punjab: নিরাপত্তা প্রত্যাহারের পরদিনই গুলিতে ঝাঁঝরা, মৃত্যু পঞ্জাবী গায়ক তথা কংগ্রেস নেতার

ভিডিয়ো নিয়ে বিতর্কের মধ্যেই সক্রিয় রাজনীতি থেকে সাময়িক বিরতির ঘোষণা করেন সোলাঙ্কি। তবে সেই বিতর্কের জেরে নয়, বরং সামাজিক কাজ করার জন্য বিরতি নিয়েছেন বলে দাবি করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, ‘কয়েক মাসের জন্য আমি সক্রিয় রাজনীতি থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং সামাজিক কার্যে মনোযোগ দেব। এই সময় দলিত, আদিবাসী, সংখ্যালঘু এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির মানুষের সঙ্গে আরও বেশি সময় কাটাব।’ জানা গিয়েছে, দল থেকেই ভরতসিনকে আপাতত রাজনীতি থেকে দূরে থাকতে বলা হয়। তবে ভরতসিন জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাঁর।

তারইমধ্যে স্ত্রী’কে আক্রমণ শানিয়েছেন সোলাঙ্কি। তাঁর দাবি, ১৯৯৯ সালে বিয়ে হলেও ইতিমধ্যে ডিভোর্সের জন্য আবেদন দাখিল করেছেন। ডিভোর্স পেয়ে গেলেই আবারও বিয়ে করবেন। আগামী ১৫ জুন যে মামলার শুনানি হবে। সেইসঙ্গে সোলাঙ্কির অভিযোগ, তাঁর সম্পত্তি হাতানোর জন্যই এরকম কাণ্ড করছেন স্ত্রী। দীর্ঘদিন দু’জনে আলাদা থাকেন। তাঁর প্রাণের ঝুঁকিও আছে বলে দাবি করেন সোলাঙ্কি। তিনি বলেন, ‘আমি ডিভোর্স চাইছি, কারণ সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য অতীতে আমার ক্ষতি করার চেষ্টা করেছে। আমায় খুন করার জন্য তোলাবাজদের সঙ্গেও যোগাযোগ করেছিল।’

আরও পড়ুন: EPF: ৪৩ বছরে সবচেয়ে কম, পিএফের সুদের হার আবার কমাল মোদী সরকার