খেলতে খেলতে বোরওয়েলে পড়ে গিয়েছিল দেড় বছরের শিশু। প্রায় ৫০ ফুট গভীর ওই নলকূপের গর্ত থেকে তাকে উদ্ধার করতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হল উদ্ধাকারী দল। ১৭ ঘণ্টার লড়াই শেষে মৃত্যু হল শিশুটির। গুজরাটের (Gujarat) অমরেলি জেলার সুরগাপারা গ্রামে শোকের ছায়া এই মর্মান্তিক ঘটনায়।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা। শিশুটিকে উদ্ধারের জন্য ১৭ ঘণ্টা অভিযান চালায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)। শনিবার অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ছোট্ট শিশুকে। পরে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এনডিআরএফ-এর থেকে জানান হয়েছে, যে বোরওয়েলটি ৫০০ ফুট গভীর। বাচ্চাটি ৫০ ফুট গভীরতায় আটকে যায়। জানা গিয়েছে বাচ্চাটি খেলতে খেলতেই বোরওয়েলে পড়ে যায়।ভোর ৫টার দিকে শিশুকন্যাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। তত্ক্ষণাত্ প্রাথমিক চিকিত্সাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
জানা গিয়েছে, গত প্রায় ১ মাস ধরে ভানু কাকাদিয়া নামে এক কৃষকের চাষের জমিতে নলকূপ বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। অন্যদিনের মতোই কূপের আশপাশে খেলা করছিল কয়েকটি শিশু।তাদের মধ্যে একটি দেড় বছরের শিশুকন্যা আচমকাই পড়ে যায় গর্তে।
গ্রামের পঞ্চায়েত প্রধান কুলা সভয়া জানিয়েছিলেন, শিশুটি ভিতরে পড়ে যাওয়ার পর ভিতর থেকে কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। বিকেল ৩ টে পর্যন্ত সেই আওয়াজ পাওয়া যায়। তবে এর পর থেকে আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। ফলে উদ্বেগ বাড়ছিলই। অবশেষে দেখা গেল আশঙ্কাই সত্যি। মারা গিয়েছে আরোহী।