Haryana BJP's Sonali Phogat, 42, Dies Of Heart Attack In Goa

হৃদ্‌রোগে মৃত্যু বিজেপি নেত্রী তথা অভিনেত্রী সোনালি ফোগতের

সহকর্মীদের সঙ্গে গোয়া সফরে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিগ বস তারকা সোনালি ফোগত। সোমবার মধ্যরাতে হঠাৎ বুকে যন্ত্রনা। মেলেনি সময়। হৃদ্‌যন্ত্র বিকল হয়ে সেখানেই মৃত্যু হয় বিজেপি নেত্রী থা অভিনেত্রীর(Sonali Phogat passes away) ।২২ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত গোয়াতেই থাকার প্ল্যান ছিল তাঁর ৷ সোনালীর ব্যক্তিগত সচিব সুধীর সাংওয়ান এবং তাঁর দলের আরও একজন সদস্যও সোনালীর সঙ্গে গোয়া গিয়েছিলেন ৷ সরকারি ভাবে পুলিশ এখনও নেত্রীর মৃত্যুর কারণ জানায়নি।মৃত্যুসংবাদ পাওয়ার পর হরিয়াণার হিসার থেকে সোনালীর পরিবারের সদস্যরা গোয়ার উদ্দেশ্যে রওনা হন ৷

সোনালীর রূপে একসময়ে বুঁদ ছিলেন তাঁর অনুরাগীরা। তবে নিন্দুকেরা তাঁকে কটাক্ষ করতেও ছাড়তেন না! কয়েক মাস আগে একটি ভিডিও পোস্ট করে ব্যাপক ট্রোলের মুখে পড়েন বিজেপির হরিয়াণার মহিলা মোর্চার নেত্রী ৷ একরকম বাধ্য হয়েই ভিডিও ইনস্টাগ্রাম থেকে সরিয়ে ফেলতে হয় তাঁকে।টিকটকে তাঁর বানানো ভিডিওগুলিও একসময়ে যথেষ্ট ভাইরাল হয়েছিল ৷ মাত্র ৪১ বছর বয়সেই মৃত্যু হল সোনালীর ৷

প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখোঁ কে লিয়ে বনি আম্মা’-র মাধ্যমে তাঁর অভিনয়ে আত্মপ্রকাশ। এর পর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাঁকে। বেশ কয়েকটি পঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিয়োতেও উপস্থিতি রেখেছেন। সোনালিকে শেষ দেখা গিয়েছিল ওয়েব সিরিজ, ‘দ্য স্টোরি অফ বদমাশগড়’-এ।মাত্র ৪২ বছর বয়সে খামারবাড়িতে রহস্যজনক ভাবে মৃত্যু হয় সঞ্জয়ের। যশোধরা নামে তাঁদের এক মেয়ে রয়েছে।