Himachal Pradesh Exit Poll 2022: hints at tough battle between Congress- BJP

Himachal Pradesh Exit Poll 2022: কংগ্রেস – বিজেপির কাঁটায় কাঁটায় টক্কর, পাল্লা ভারী কার দিকে?

হিমাচল প্রদেশ (Himachal Pradesh Exit Poll 2022) নির্বাচনের ফলে সমানে সমানে টক্কর হতে চলেছে। রিপাবলিকের এক্সিট পোল অনুযায়ী, এবার হিমাচল প্রদেশের নির্বাচনে গেরুয়া শিবিরের সঙ্গে হাত শিবিরের জোরদার টক্কর হতে চলেছে।

১২ নভেম্বর একটি দফায় ভোটদান শেষ হয় হিমাচল প্রদেশে। ফলাফল ত্রিশঙ্কু হওয়ার দিকেই ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়। বেশির ভাগ রিপোর্টে সামান্য আসনে হলেও গেরুয়া শিবিরকে এগিয়ে রাখা হয়েছে। তবে, বিজেপির ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে কংগ্রেস। তবে, সমীক্ষা বলছে, হিমাচলের ভোটে তেমন কোনও ফ্য়াক্টর হতে পারছে না কেজরিওয়ালের আপ।

  • P-MARQ-এর সমীক্ষা বলছে হিমাচল প্রদেশের ৬৮টি আসনের মধ্যে বিজেপি পেতে চলেছে ৩৭। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৩০টি সিট। আম আদমি পার্টি পেতে পারে একটি আসন।
  • TimesNow-ETG সমীক্ষা বলছে হিমাচল প্রদেশে বিজেপি পেতে চলেছে ৩৮টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২৮টি সিট। অন্যান্য দল ২টি আসন পেতে পারে।

আরও পড়ুন: G-20: জি ২০-র প্রতীকে সপ্তাহ ধরে প্রজ্জ্বলিত হবে দেশের ১০০টি স্মৃতিস্তম্ভ, বাংলার ৪টি

  • BARC-এর বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপি ৩৫ থেকে ৪০টি আসন পেতে পারে। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ২০-২৫টি আসন। আপ পেতে পারে ০-৩টি সিট। অন্যান্যদের দখলে যেতে পারে ১-৫টি আসন।
  • Aaj Tak-Axis My India-র সমীক্ষা বলছে হিমাচলে বেকায়দায় পড়তে চলেছে বিজেপি। দলটি পাচ্ছে ২৪-৩৪টি আসন। কংগ্রেস পেতে পারে ৩০-৪০টি সিট। আপের ঝুলি শূন্য। অন্যান্যরা পেতে পারে ৪-৮টি আসন।

গত ৩৭ বছরে কোনও দল পর পর দু’বার জিতে ক্ষমতায় আসতে পারেনি হিমাচলে। এ বারের ভোটে সেই রেকর্ড ভাঙতে মরিয়া নরেন্দ্র মোদীর দল স্লোগান তুলেছিল ‘রাজ নহি রেওয়াজ বদলো’ (ক্ষমতার বদল নয়, প্রথা বদল করো)। তবে মূল্যবৃদ্ধি, বেকারত্ব, আপেলের ন্যায্য দাম না পাওয়া, সারের অপ্রতুলতার মতো সমস্যার পাশাপাশি শাসক শিবিরকে চিন্তায় রেখেছিলেন বিদ্রোহী নেতারা। রাজ্যের ৬৮টির মধ্যে অন্তত ২০টি আসনে বিদ্রোহী নেতাদের সঙ্গে লড়াইয়ে নামতে হয়েছিল বিজেপি প্রার্থীদের।

তবে ‘Exit Poll’-ই শেষ কথা নয়। অতীতে বহুবার সমীক্ষার ফলের বিপরীতে রায় দিয়েছে জনগণ।আগামী বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গণনার দিনেই আসল ফল জানা যাবে।

আরও পড়ুন: Gujarat Exit Poll 2022: মোদী রাজ্যে বিজেপির রেকর্ড জয়ের ইঙ্গিত,আশা জাগালেও ব্যর্থ আপ