Hurun India Rich List 2023: Mukesh Ambani tops list; Gautam Adani is second

Hurun India Rich List 2023: ৪ গুণ বেড়েছে সম্পদ, ফের সবচেয়ে ধনী ভারতীয় আম্বানি

সম্পত্তির খতিয়ানে গৌতম আদানিকে পিছনে ফেললেন মুকেশ আম্বানি। ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ অনুযায়ী বিশ্বের ধনকুবেরদের তালিকার শীর্ষে পৌঁছে গেলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। মঙ্গলবারই প্রকাশিত নয়া তালিকায় জানা গেল এমনটাই।

হুরুন-এর তালিকা বলছে, ৮০৮,৭০০ কোটির সম্পত্তি রয়েছে মুকেশ আম্বানির পরিবারের। মুকেশ আম্বানিই দেশের সবচেয়ে ধনী ব্যক্তি। ২০১৪ সালে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ছিল ১ লক্ষ ৬৫ হাজার ১০০ কোটি টাকা। তা ২০২৩ সালে বেড়ে দাঁড়িয়েছে ৮ লক্ষ ৮ হাজার ৭০০ কোটিতে। গত বছরের থেকে সম্পত্তি বেড়েছে ২ শতাংশ।

আরও পড়ুন: Drunk passenger: দূরপাল্লার ট্রেনে প্রবীণ দম্পতির গায়ে প্রস্রাব, গ্রেফতার মদ্যপ যুবক

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন গৌতম আদানি। আদানির সম্পত্তি একলাফে গত বছরের তুলনায় কমেছে ৫৭ শতাংশ। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ৪ লক্ষ ৭৪ হাজার ৮০০ কোটি টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ৮২ বছরের সাইরাস এস পুণেওয়ালা ও তাঁর পরিবার। তাঁদের সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার লেনদেন বেড়ে হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৫০০ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ৩৬ শতাংশ বেশি।

চতুর্থ স্থানে রয়েছেন শিব নাদার ও তাঁর পরিবার। তাঁদের পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ২২৮৯০০ কোটি টাকা। এরপর রয়েছেন হিন্দুজা গোষ্ঠীর গোপীচাঁদ হিন্দুজা ও তাঁর পরিবার। পঞ্চম স্থানে থাকা হিন্দুজা পরিবারের মোট আয় ১৭৬,৫০০ কোটি টাকা। ষষ্ঠস্থানে দিলীপ সাংভি, সপ্তমে লক্ষ্মী মিত্তল, অষ্টমে রাধাকৃষ্ণাণ দামানি, নবমে কুমার মঙ্গলম বিড়লা, দশমে নিরজ বাজাজ।

আরও পড়ুন: Jagannath Temple: পুরীর মন্দিরে এবার চালু ড্রেস কোড! ঢোকা যাবে না স্লিভলেস পোশাক, ছেঁড়া জিন্স পরে