সাত সকালেই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে বায়ুসেনার ফাইটার জেট মিগ ২১। নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে একটি বাড়ির ওপর ভেঙে পড়ল বায়ুসেনার মিগ ২১ যুদ্ধবিমান। বায়ুসেনা সূত্রে খবর, নিয়মিত মহড়া চলাকালীন ভেঙে পড়ে যুদ্ধবিমানটি। দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বের হয়ে এলেও নিহত হয়েছেন ২ গ্রামবাসী। আহত হয়েছেন বেশ কয়েকজন।
সোমবার সকালে মহড়া দেওয়ার জন্য রাজস্থানের সুরতগড় থেকে উড়েছিল বায়ুসেনার যুদ্ধবিমানটি। হনুমানগড়ের পুলিশ সুপার সুধীর চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি ঘটে বহ্লোলনগরে। মিগ ২১ যুদ্ধবিমানটি তার মহড়ার শেষ পর্যায়ে ছিল তখন। আচমকাই সেটি ভেঙে পড়ে বহ্লোলনগরের একটি বাড়ির ছাদে। প্রায় সঙ্গে সঙ্গেই ছাদ ভেঙে মৃত্যু হয় ওই বাড়ির বাসিন্দা দুই মহিলার। গুরুতর জখম হন ওই পরিবারের এক পুরুষ সদস্যও।
IAF fighter aircraft crashes in Rajasthan: 2 women dead, 1 man injured
Read @ANI Story | https://t.co/gpMSoWj7SR#IAF #Migcrash #Rajasthan pic.twitter.com/fjsmF6Q0yZ
— ANI Digital (@ani_digital) May 8, 2023
আরও পড়ুন: UP Police : কনস্টেবল এবং তাঁর দাদা মিলে তরুণীকে গণধর্ষণ! যোগীরাজ্যে ফের মুখ পুড়ল পুলিশের
এই ঘটনায় ইতিমধ্যেই অনুসন্ধানের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা বাহিনী। বিমানটি হঠাৎ কী করে ভাঙল, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে জানুয়ারি মাসেও বায়ুসেনার দু’টি যুদ্ধবিমান সুখোই-৩০ এবং মিরাজ ২০০০ প্রশিক্ষণ পর্বে ভেঙে পড়ে। একটি মধ্যপ্রদেশের মোরেনায় অন্যটি এই রাজস্থানেরই ভরতপুরে। এক বিমানচালকদের মৃত্যুও হয় ওই দুর্ঘটনায়।
প্রাথমিক ভাবে সন্দেহ প্রযুক্তিগত ত্রুটির কারণেই যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে রয়েছেন। বায়ুসেনা সূত্রে খবর, মিগ 21 যুদ্ধবিমানটি সুরতগড় থেকে ওড়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
প্রাথমিক ভাবে সন্দেহ প্রযুক্তিগত ত্রুটির কারণেই যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দুর্ঘটনায় বিমানে থাকা দুই পাইলটই নিরাপদে রয়েছেন। বায়ুসেনা সূত্রে খবর, মিগ 21 যুদ্ধবিমানটি সুরতগড় থেকে ওড়ার পর দুর্ঘটনার কবলে পড়ে। বিমান দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: Amritsar Blast: স্বর্ণ মন্দির ওড়ানোর ছক? কয়েক ঘণ্টায় জোড়া বিস্ফোরণ অমৃতসরে