তাপপ্রবাহ নিয়ে উদ্বেগে কেন্দ্র। ইতিমধ্যেই তাপপ্রবাহের (Heatwaves) সতর্কতা জারি করে একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আবহাওয়া বিজ্ঞানীরা পূর্বাভাস দিয়েছেন, এ বছরে তীব্র দাবদাহ নাজেহাল করে দেবে। ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। এপ্রিল-জুন-জুলাইয়ে আরও গরম বাড়তে চলেছে দেশে, এমনটাই পূর্বাভাস।
আইএমডির ডিরেক্টের জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে জানিয়েছেন, এবার বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, গুজরাট, পঞ্জাব, হরিয়ানায় বেশ টানা তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Rahul Gandhi: আপাতত স্বস্তিতে রাহুল গান্ধী, জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ সুরাট কোর্টের
২০২০ সালের দাবদাহের স্মৃতি এখনও টাটকা। এমন প্রচণ্ড গরম আর তাপপ্রবাহ (Heatwaves) হয়েছিল সে বছর যে নাজেহাল হতে হয়েছিল মানুষজনকে। তাপপ্রবাহে মৃত্যুর ঘটনাও ঘটেছিল। এ বছরেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২০২৩ সালের গ্রীষ্মকালীন সময়ে অর্থাৎ এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের বেশির ভাগ অংশে স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা থাকবে। তবে দক্ষিণ উপকূলীয় ভারত ও উত্তর পশ্চিম ভারতের কিছু জায়গায় স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম তাপমাত্রা থাকতে পারে।
এর সঙ্গেই আবহাওয়া দফতর জানিয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টি হবে এবার। স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তর পশ্চিম, মধ্য় ও উপকূলীয় এলাকায়। তবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতে স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে এবার। এদিকে গত কয়েকদিন ধরেই কলকাতার আকাশের মুখ ভার। ঝড়বৃষ্টিও মাঝেমধ্য়ে হচ্ছে। সবসময় একেবারে ভ্যাপসা গরম। এবার গরম কতটা পড়বে তা নিয়ে সাধারণ মানুষের কৌতুহল বাড়ছে। তবে এনিয়ে একেবারেই আশার কথা শোনাতে পারেনি আবহাওয়া দফতর।
আরও পড়ুন: Rahul Gandhi: আপাতত স্বস্তিতে রাহুল গান্ধী, জামিনের মেয়াদ বাড়ানোর নির্দেশ সুরাট কোর্টের