গুজরাটের (Gujarat) মোরবিতে মর্মান্তিক দুর্ঘটনা। একটি লবণ তৈরির কারখানার দেওয়াল ভেঙে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে।
স্থানীয় সূত্রের খবর, বুধবার দুপুরে হঠাৎই গুজরাটের মোরবির হালভাদ GIDC ফ্যাক্টারির একটি দেওয়াল ভেঙে পড়ে। সেসময় ওই ফ্যাক্টারিতে বেশ শ্রমিক কাজ করছিলেন। হঠাৎ দেওয়াল ভেঙে পড়ায় তাতে চাপা পড়ে যান কর্মরত শ্রমিকরা। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রাজ্যের মন্ত্রী ব্রিজেশ মিশ্র, তাঁদের সকলের পরিবারের পাশে সরকার রয়েছে বলে জানিয়েছেন। উল্লেখ্য ব্রিজেশ মিশ্র কেবল গুজরাতের মন্ত্রীই নন। যে এলাকায় এই ঘটনা ঘটে গিয়েছে সেখানের বিধায়কও। মনে করা হচ্ছে, অনেকেই গুজরাতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছেন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে আনতেই চলছে আপাতত উদ্যোগ। স্থানীয়রাও এই উদ্ধারের কাজে হাত লাগিয়েছেন। এলাকার বিধায়ক ও স্থানীয় মন্ত্রী ব্রিজেশ মিশ্র এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, ‘ অন্তত ১২ জন শ্রমিক এই ঘটনায় মারা গিয়েছেন। যাঁরা ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছেন তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে। ’
শেষ খবর পাওয়া পর্যন্ত ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। স্থানীয়দের সহায়তায় চলছে উদ্ধারকাজ। এখনও বহু মানুষ আটকে রয়েছে ঘটনাস্থলে। ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কঠিন সময়ে মৃতদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তিনি। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে অনুদানও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসন আহতদের সবরকম সাহায্য করছে। গুজরাট সরকারও (Gujarat Government) মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে।