RBI জুলাই মাসের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির ছুটির যে তালিকা প্রকাশ করেছে, সেই অনুযায়ী জুলাই মাসে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। দেখে নেওয়া যাক কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।RBI জুলাই মাসের ক্ষেত্রে ব্যাঙ্কগুলির ছুটির যে তালিকা প্রকাশ করেছে, সেই অনুযায়ী জুলাই মাসে মোট ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।এর মধ্যে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবারের ছুটি রয়েছে। দেখে নেওয়া যাক কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১ জুলাই ২০২২, রথযাত্রা উপলক্ষে ভুবনেশ্বর ও ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
৩ জুলাই রবিবার সাপ্তাহিক ছুটি৷
৫ জুলাই মঙ্গলবার, গুরু গোবিন্দ সিং জয়ন্তি উপলক্ষে জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
৬ জুলাই ২০২২, এমইচআইপি দিবসে মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
৭ জুলাই ২০২২, আগরতলায় স্থানীয় ছুটির কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
৯ জুলাই ২০২২, মাসের দ্বিতীয় শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
১০ জুলাই ২০২২, রবিবার, সাপ্তাহিক ছুটিতে বন্ধ থাকছে ব্যাঙ্ক৷
১১ জুলাই ইদ-উল-আজা উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরে বন্ধ থাকছে ব্যাঙ্ক৷
১১ জুলাই ভানু জয়ন্তি উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
১৩ জুলাই ভানু জয়ন্তি উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
১৪ জুলাই ২০২২, বেন ডিএনখলাম উপলক্ষে শিলঙে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
১৬ হরেলা উপলক্ষে দেরাদুনে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
১৭ জুলাই রবিবার, সাপ্তাহিক ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে৷
২৩ জুলাই মাসের চতুর্থ শনিবার উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক৷
এরাজ্যে আলাদা করে ছুটির তালিকায় কোনও ছুটি নেই। অর্থাৎ মাসের প্রতি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়া মাসের প্রতিদিনই খোলা থাকবে ব্যাঙ্ক সংক্রান্ত কাজ। বর্তমানে ব্যাঙ্ক বন্ধ থাকলেও ATM ও অনলাইনের মাধ্যমে জরুরি কাজ মিটিয়ে নেওয়া যায়।