Indian railways: Irctc Travelling Guideline You Should Follow While Sleeping In Train

Indian railways: এবার থেকে ট্রেনে বেশি ঘুমালেই জরিমানা! জানুন রেলের নতুন নিয়ম

রেলের তরফে বেশ কিছু নিয়ম করা হয়েছে স্লিপার ও এসি কোচের যাত্রীদের জন্য। রেলের নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনে যাত্রীরা ঘুমাতে পারবেন ৮ ঘণ্টা। রাত ১০- সকাল ৬টা পর্যন্ত ঘুমানো যাবে। এই নিয়ম কিন্তু সব ট্রেনের জন্য নয়। যে ট্রেনে ঘুমানোর জন্য ব্যবস্থা আছে, সেখানে প্রযোজ্য এই নিয়ম।

সকাল ৬টার পর আর খোলা যাবেন না ট্রেনের মাঝের বার্থ। কারণ তখন লোয়ার সিটে ট্রেনের যাত্রীদের বসার সময়। এমনটা হলে তাকে জরিমানা করা হতে পারে। সেক্ষেত্রে তাকে নিজের বার্থ সকাল ৬ টার পরে তুলে নিতেই হবে।

আরও পড়ুন: Star Series Notes: নোটের নম্বর প্যানেলে ‘*’ চিহ্ন রয়েছে? বৈধ কিনা জানিয়ে দিল RBI?

নতুন নিয়ম অনুযায়ী, ট্রেনের যাত্রীরা রাতে ঘুমানোর সময় জোরে কথা বলতে পারবেন না। এমনকি জোরে গানও বাজাতে পারবেন না। গান শুনতে হলে ব্যবহার করতে হবে ইয়ারফোন। রাত ১০ টার পর শুধুমাত্র রাতের আলো জ্বালাতে পারবেন। সেই সময় অন্য কোনও আলো জ্বালাতে পারবেন না। ট্রেন সার্ভিসে খাবার অর্ডার দেওয়া যাবে না রাত ১০ টার পর। ট্রেনে মদ্যপান ও ধূমপান করা বেআইনি। ট্রেনের বগিতে নিয়ে যাওয়া যাবে না কোনও দাহ্য জিনিস।

এছাড়া রেলের নিয়ম ছিল, ট্রেন ছাড়ার পরের ২টি স্টেশন পর্যন্ত যদি কোনো ব্যক্তি তার সিটে না আসেন, তাহলে তার আসনটি অন্য একজনকে দেওয়া হবে।কিন্তু এখন এই নিয়ম বদল করে রেল বলেছে, ট্রেন ছাড়ার ১০ মিনিটের পরেও যদি কোনও ব্যক্তি তার সিটে উপস্থিত না হন, তাহলে তার সিট অন্য একজনকে দেওয়া হবে।

আরও পড়ুন: Accident: সড়ক তৈরির সময় ভেঙে পড়ল ক্রেন, মৃত কমপক্ষে ১৭ শ্রমিক, জলপাইগুড়ির চার