গোটা দেশে ৫০৮ রেলওয়ে স্টেশনের পুনঃউন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে ২৪,৪৭০ কোটি টাকারও বেশি খরচে স্টেশনগুলি পুনঃবিকাশ করা হবে। ২৭ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫০৮ স্টেশনের পুনঃবিকাশ করা হবে এই অমৃত ভারত স্কিমের আওতায়। যার মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭ স্টেশন করা হবে উন্নীত।
অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাংলার জন্য। জানা গিয়েছে শিয়ালদা ও হাওড়া ডিভিশন এবং উত্তরবঙ্গের মোট ৩৭টি স্টেশনকে আধুনিক রূপে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের শিলান্যাস করলেন আজ। ভার্চুয়াল মাধ্যমে হয় সেই অনুষ্ঠান।
আরও পড়ুন: Manipur Case in SC: ‘মণিপুরে আইন-শৃঙ্খলা বলে আর কিছু নেই’, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত পুলিশ, তলব DG-কে
Under Amrit Bharat Station Scheme, 508 railway stations are set to be redeveloped, leading to a significant transformation of rail infrastructure in India. https://t.co/RavZz4l9Lc
— Narendra Modi (@narendramodi) August 6, 2023
শিয়ালদা, আলুয়াবাড়ি রোড জংশন, চাঁদপাড়া, শান্তিপুর, বেথুয়াডহরি, বহরমপুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, অণ্ডাল, বিন্নাগুড়ি, বোলপুর, দলগাওঁ, ডালখোলা, ধূপগুড়ি, দিনহাটা, ফালাকাটা, হলদিবাড়ি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, কালিয়াগঞ্জ, কামাখ্যাগুড়ি, মালদা টাউন, নিউ আলিপুরদুয়ার, সামসি, পাণ্ডবেশ্বর, নিউ মাল জংশন, নিউ ফারাক্কা, শেওড়াফুলি, তারকেশ্বর, বর্ধমান, রামপুরহাট, অম্বিকা, কালনা, নবদ্বীপ, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশনকে সাজানো হবে অত্যাধুনিক ভাবে।
ভারতীয় রেলের তথ্য অনুযায়ী, শিয়ালদা স্টেশনকে ঢেলে সাজানোর জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আসানসোলের জন্য বরাদ্দ করা হয়েছে ৪৩১ কোটি টাকা। মালদা টাউন পাচ্ছে ৪৩ কোটি টাকা। ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে এই স্টেশন তৈরির কাজের প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে বলে জানা গিয়েছে। আধুনিক এই রেল স্টেশনে চলমান সিঁড়ির পাশাপাশি প্রবেশ এবং বাইরে বেরোনোর আলাদা পথ, যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা, যাত্রীদের বিশ্রামের জন্য আধুনিক ওয়েটিং রুম-সহ আরও সুব্যবস্থা থাকবে যাত্রীদের।
আরও পড়ুন: Earthquake : দিল্লিতে ফের জোরাল ভূমিকম্প, কাঁপল জম্মু-কাশ্মীর