সুপ্রিম কোর্টে এ বার জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করতে দেখা যাবে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিংহকে। আরজি কর-কাণ্ড নিয়ে শীর্ষ আদালতে হওয়া গত দিনের শুনানিতে জুনিয়র ডাক্তারদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের’ হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী গীতা লুথরা।
মঙ্গলবার তাঁদের হয়ে সওয়াল করবেন ইন্দিরা। আর চিকিৎসকদের আর এক সংগঠন, ‘জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল’-এর হয়ে সওয়াল করবেন করুণা নন্দী এবং সব্যসাচী চট্টোপাধ্যায়। এই সংগঠনও ওই ঘটনার প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশের দাবি, ইন্দিরা জয় সিংয়ের সঙ্গে কথা প্রায় পাকা করে ফেলেছেন তাঁদের প্রতিনিধিরা। এই মূহূর্তে দিল্লিতে রয়েছেন একাধিক চিকিৎসক। যাঁদের সঙ্গে কথা চলছে বলেও খবর।
বছর চুরাশির ইন্দিরা জয় সিংয়ের ঝুলিতে বেশ কয়েকটি নামী মামলার সাফল্য রয়েছে। তার মধ্যে সাম্প্রতিকতম এবং গুরুত্বপূর্ণ সমাজকর্মী তিস্তা শেতলবাদের জামিন, নুপূর শর্মার মামলা। পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দিল্লির বিজেপি নেত্রীর বিরুদ্ধে যেভাবে সুপ্রিম কোর্টে ফৌজদারি অপরাধে (তৎকালীন) মামলা হয়েছিল, তার তীব্র বিরোধিতা করে মামলাটি লড়েন ইন্দিরা জয় সিং। তিস্তা শেতলবাদের ক্ষেত্রেও মিথ্যে আর্থিক তছরূপ মামলায় সওয়াল-জবাব করে জামিন করিয়ে দিয়েছিলেন তিনি। নির্ভয়ার ধর্ষকদের ক্ষমা করে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন ইন্দিরা জয় সিং ।
ইন্দিরা সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবীদের মধ্যে অন্যতম। একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তাঁকে সওয়াল করতে দেখা গিয়েছে। সুপ্রিম কোর্টের শুনানি যাতে ‘লাইভ স্ট্রিমিংয়ের’ মাধ্যমে সাধারণ মানুষও দেখতে পারেন, তার জন্য শীর্ষ আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন ইন্দিরা। ২০২৩ সালের জানুয়ারি মাসে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি জেবি পারদিওয়ালার বেঞ্চ ইন্দিরার আর্জিকে মান্যতা দেওয়ার কথা জানায়।