Industrialist Rahul Bajaj, Former Chairman Of Bajaj Group, Dies At 83

Rahul Bajaj: প্রয়াত বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ, শোকপ্রকাশ মোদি-মমতার

এবার শিল্পজগতে শোকের ছায়া৷ প্রয়াত বাজাজ গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রাহুল বাজাজ (Rahul Bajaj Passes Away)৷ ৮৩-তেই থেমে গেল বিশিষ্ট শিল্পপতির হৃদযন্ত্র৷ শনিবার দুপুর আড়াইটে নাগাদ বাড়ির সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ বিবৃতি দিয়ে রাহুল বাজাজের মৃত্যুর খবর জানায় বাজাজ গ্রুপ৷ স্ত্রী রূপা বাজাজ আগেই গত হন৷ রেখে গেলেন শুধু দুই ছেলে, এক মেয়ে এবং তাদের পরিবারের সদস্যদের৷

বার্ধক্যজনিত সমস্যা তো ছিলই, নিউমোনিয়াতেও ভুগছিলেন রাহুল বাজাজ৷ হাসপাতালে চিকিৎসা চলছিল৷ এক মাসের বেশি সময় ধরে তিনি ভর্তি ছিলেন রুবি হল ক্লিনিকে৷ তাঁর হার্টেও সমস্যা ছিল৷ ১৯৬৪ সালে বাজাজ অটোর চিফ এক্সিগিউটিভ অফিসার হন৷ নিজের অক্লান্ত পরিশ্রমে বাজাজ অটোকে দেশের প্রথম সারির শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলেন৷ ৪০ বছর তিনি ছিলেন বাজাজ গ্রুপের চেয়ারম্যান৷ তবে গত বছর এপ্রিলে বাজাজ অটোর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান৷ মৃত্যর সময় পর্যন্ত এমিরিটাস ফার্মের চেয়ারম্যান ছিলেন৷

দেশের অটোমোবাইল ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ২০০১ সালে তাঁকে তৃতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মভূষণ দেওয়া হয়৷ রাজ্যসভার সাংসদও হন তিনি৷ ২০২১ সালের ফোবর্সের ধনী তালিকায় রাহুল বাজাজের ব়্যাঙ্ক ছিল ৪২১৷ তাঁর সম্পত্তির পরিমাণ ৮.২ বিলিয়ন ডলার৷ এমন এক শিল্পপতির প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজনৈতিক নেতারা৷

আরও পড়ুন: বাতিল হবে তেরঙ্গা, আগামীদিনে জাতীয় পতাকা হবে গেরুয়া’, মন্তব্য বিজেপি নেতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটে শোকপ্রকাশ করেন৷ লেখেন, বিশ্বের বাণিজ্য ও শিল্পজগতে রাহুল বাজাজের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে৷’

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে তিনি লেখেন, “দুঃখের বিষয় যে দেশের আইকনিক শিল্পপতি রাহুল বাজাজ আর নেই। তিনি ভারতীয় অর্থনীতিতে সুদূরপ্রসারী অবদানের সঙ্গে মহান উত্তরাধিকার রেখে গিয়েছেন। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অনুগামীদের আমার গভীর সমবেদনা।”

আরও পড়ুন: Jagdeep Dhankhar: রাজ্যপালকে অপসারণের দাবি, সংসদে স্বতন্ত্র প্রস্তাব আনল তৃণমূল