Jagannath Temple: Puri Jagannath Temple Implements Decent Dress Code For Visitors

Jagannath Temple: পুরীর মন্দিরে এবার চালু ড্রেস কোড! ঢোকা যাবে না স্লিভলেস পোশাক, ছেঁড়া জিন্স পরে

পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে আর যে কোনও পোশাকে প্রবেশ করা যাবে না। এবার ভক্তদের জন্যও পোশাকবিধি (Dress code) চালু করল জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। এই বিধি অনুসারে আর টর্ন জিন্স, বারমুডা, স্লিভলেস পোশাক পরে মন্দিরে (jagannath temple) প্রবেশ করা যাবে না। মন্দিরে প্রবেশের জন্য পরতে হবে সভ্য পোশাক। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে এখনই এই নির্দেশ কার্যকর হচ্ছে না, নতুন বছর থেকে এই নিয়ম চালু করা হবে।

সোমবার শ্রীক্ষেত্রের জগন্নাথ মন্দিরের নীতি আয়োগ সাব-কমিটির বৈঠর হয়। সেই বৈঠকেই পোশাক বিধি নিয়ে আলোচনা হয়। শ্রী জগন্নাথ মন্দির প্রশাসনের (SJTA) প্রধান রঞ্জন কুমার দাস বলেন, “মন্দিরের ঐতিহ্য ও পবিত্রতা বজায় রাখা আমাদের দায়িত্ব। দুর্ভাগ্যবশত, অনেককেই ধর্মীয় ভাবাবেগের তোয়াক্কা না করেই মন্দিরে প্রবেশ করেন। এমন পোশাক পরে মন্দিরে প্রবেশ করেন যা ‘অশালীন’, কোনও মন্দির বা ধর্মীয় স্থানে প্রবেশের উপযুক্ত নয়।”

আরও পড়ুন: LPG Gas: নজরে লোকসভা, গ্যাসের দাম আরও কমাল মোদী সরকার

মন্দির কমিটির প্রধান বলেন, ‘অশালীন’ পোশাক বলতে বলা হচ্ছে ছেঁড়াফাটা জিন্স (টর্ন জিন্স), স্লিভলেস ড্রেস, শর্ট ড্রেস, বারমুডা বা মেয়েদের হাফপ্যান্টের মতো পোশাক। দেখা গেছে, সমুদ্র সৈকতে হাফ প্যান্ট বা বারমুড়া পরে ঘুরছেন যাঁরা, তাঁরা সেই পোশাকেই মন্দিরে ঢুকে পড়ছেন। রঞ্জনবাবুর মতে, সৈকতে যতখুশি বিনোদন করুন, কিন্তু মন্দির হল ঈশ্বরের বাসস্থান, বিনোদনের জায়গা নয়। সেজন্যই জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে পোশাকবিধি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

দর্শনার্থীরা কেমন ধরনের পোশাক পরে আসছেন তার উপর নজরদারি রাখার জন্য, জগন্নাথ মন্দিরের ‘সিংহদুয়ারে’ নিরাপত্তারক্ষী এবং ভেতরে ‘প্রতিহারী’-তে সেবায়েত থাকবে। নতুন বছর থেকে পোশাকবিধি কার্যকর করা হলেও আজ, মঙ্গলবার থেকেই এই বিষয়ে প্রচার শুরু হয়ে যাবে বলেও তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: Caste Census: কংগ্রেসশাসিত রাজ্যগুলিতেও জাতিভিত্তিক সমীক্ষার সিদ্ধান্তে সিলমোহর রাহুলের