Jharkhand Congress MLA promises to build roads 'smoother than Kangana Ranaut’s cheeks’

‘কঙ্গনার গালের চেয়েও মসৃণ রাস্তা তৈরি করব’, প্রতিশ্রুতি ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কের

আবারও বেফাঁস মন্তব্য করে খবরের শিরোনামে ঝাড়খণ্ডের কংগ্রেস (Congress) বিধায়ক ইরফান আনসারি (Irfan Ansari)। জামতারার (Jamtara) বিধায়ক এবার অভিনেত্রী ‘কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) গালের চেয়েও মসৃণ’ রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিলেন।

ঝাড়খণ্ডের জামতাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক ড. ইরফান আনসারি। ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমি আপনাদের কথা দিচ্ছি জামতাড়ার রাস্তাগুলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের গালের মতো মসৃণ হয়ে উঠবে। ১৪টি রাস্তার কাজ শিগগিরি শুরু হবে।’’

আরও পড়ুন: Work From Home নিয়ে বড় ঘোষণা! সব বেসরকারি অফিস বন্ধ দিল্লিতে